নয়াদিল্লি: ইতালির দক্ষিণে ভূমধ্যসাগরে তিনটি জাহাজডুবির ঘটনায় ৭০০-র বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে শেষ ক'দিনে। এঁরা বেশিরভাগই অশান্ত লিবিয়া থেকে আশ্রয়ের খোঁজে ইউরোপে আসছিলেন। ইতালির নৌসেনাও জানিয়েছে, ২৭ তারিখ একটি ডুবন্ত নৌকা থেকে ১৩৫জনকে উদ্ধার করেছে তারা, সমুদ্র থেকে উদ্ধার করেছে ৪৫জনের দেহ।

পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের শরাণার্থী বিষয়ক হাই কমিশনার জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ভূমধ্যসাগরে চোরাচালানকারীদের একটি নৌকাডুবি হয়। ওই নৌকায় চড়ে ৬৭০জনের মত শরণার্থী ইউরোপে ঢোকার চেষ্টা করছিলেন। নৌকাটিতে কোনও ইঞ্জিন ছিল না, আর একটি নৌকা দিয়ে সেটিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। এভাবে উত্তাল সমুদ্রে চলতে গিয়ে কিছুক্ষণের মধ্যেই ডুবে যায় নৌকাটি। সব মিলিয়ে ১০৪জনকে বাঁচানো গেলেও ৫৫০জনের এখনও কোনও খোঁজ নেই। ১৫টি মৃতদেহ ইতিমধ্যেই উদ্ধার হয়েছে।

এছাড়া শুক্রবার ভূমধ্যসাগরে আরও একটি জাহাজডুবির ঘটনায় বহু মানুষের খোঁজ মিলছে না। ৪৫জনের দেহ উদ্ধার হয়েছে।