রাওয়ালপিণ্ডি: দু'দলের হাতেই শক্তিশালী বোলিং আক্রমণ। তবে রাওয়ালপিণ্ডিতে দাপট চলছে ব্যাটারদের। পাকিস্তানের ৪৭৬/৪ (ডিক্লেয়ার) স্কোর তাড়া করতে নেমে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার (Pak vs Aus) স্কোর ৪৪৯/৭। মঙ্গলবার ম্যাচের শেষ দিন। এখান থেকে ড্র হওয়ার দিকে এগচ্ছে ম্যাচ।


সোমবার অল্পের জন্য শতরান হাতছাড়া করেছেন মার্নাস ল্যাবুশেন। ৯০ করে তিনি আউট হয়ে গিয়েছেন। স্টিভ স্মিথ (Steve Smith) হাফসেঞ্চুরি করেন। তবে যখন মনে করা হচ্ছিল তিনি সেঞ্চুরি করবেন, তখনই আউট হয়ে যান স্মিথ। ৭৮ রান করে। তবে পাকিস্তান বোলাররা চাপে ফেলতে পারেননি অজিদের। আজহার আলি, ইমাম উল হকরা বড় রানের ইনিংস খেলে ডিক্লেয়ার করলেও, কাজের কাজ কিছুই হয়নি। বরং রাওয়ালপিণ্ডিতে পাকিস্তান-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ড্র হওয়ার পথে।


চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ৪৪৯। টসে জিতে প্রথম ব্যাট করে ৪ উইকেট হারিয়ে পাকিস্তান ৪৭৬ রানের বড় স্কোর করে। তারা চেয়েছিল অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে। কিন্তু তাদের সেই পরিকল্পনা কার্যকর হয়নি। । চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়া আর ২৭ রানে পিছিয়ে। তবে টেস্ট যে দিকে এগোচ্ছে, তাতে এই ম্যাচ ড্র হওয়ার পথে।


একেই পাক বোলাররা অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে ব্যর্থ। দোসর আবার বৃষ্টি। রবিবার রাতভর বৃষ্টি হয় রাওয়ালপিন্ডিতে। যে কারণে সকালে মাঠ পুরো ভিজে ছিল। ফলে লাঞ্চের আগে খেলা শুরু করা সম্ভব হয়নি। ল্যাবুশেন ৯০ করে আউট হওয়ার পরে ট্রেভিস হেড মাত্র ৮ রান করে ড্রেসিংরুমে ফেরেন। আশার আলো দেখে পাকিস্তান। কিন্তু স্মিথের সঙ্গে জুটি বাঁধেন ক্যামেরন গ্রিন। সপ্তম উইকেটে ৮১ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। ক্যামেরন গ্রিন ৪৮ করে আউট হওয়ার কিছুক্ষণের মধ্যেই ৭৮ করে প্যাভিলিয়নে ফেরেন স্মিথও। চতুর্থ দিনের শেষে ক্রিজে রয়েছেন মিচেল স্টার্ক (১২) এবং অধিনায়ক প্যাট কামিন্স (৪)।


সোমবার ৩ উইকেট নিয়েছেন নৌমান আলি। ইনিংসে মোট ৪ উইকেট নেন তিনি। সাজিদ খান, নাসিম শাহ এবং শাহিন শাহ আফ্রিদি ১টি করে উইকেট নিয়েছেন। অলৌকিক কিছু না হলে এই ম্যাচ থেকে ফলাফল পাওয়ার আসা করছে না দুই শিবিরই।