মেলবোর্ন: কার্যত গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) তিনি মাঠের বাইরে ছিলেন। সুযোগ পেয়েছিলেন শুধু ২ ম্যাচে। তাতে বলার মতো কিছু না করলেও, ঋষভ পন্থের (Rishabh Pant) পাশে দাঁড়ালেন অনিল কুম্বলে (Anil Kumble), টম মুডিরা (Tom Moody)। তাঁদের মনে হয়েছে, পন্থের প্রতিভা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে ভারতীয় দল।


জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন কোচ অনিল কুম্বলে বলেছেন 'আমার কাছে গুরুত্বপূর্ণ হল কী ধরনের ক্রিকেট আমি খেলব সেটা আগে ঠিক করা। তারপর সেই অনুযায়ী ক্রিকেটারদের নির্বাচন করা। যখন তুমি খেলবে তখন তোমাকে যে ভূমিকা নির্দিষ্ট করে দেওয়া হবে সেই অনুযায়ী তুমি খেলছ কি না সেটা গুরুত্বপূর্ণ। ব্যাপারটা শুধু এমন নয় যে, তুমি ভারতের হয়ে একরকম ভূমিকা পালন করছ। আবার আইপিএলে ফ্র্যাঞ্চাইজির হয়ে বা ঘরোয়া ক্রিকেটে একরকম ভূমিকায় খেলছ। সেটা একেবারেই ঠিক নয়। উদাহরণ হিসেবে বলতে পারেন পন্থ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ছয় নম্বরে ব্যাট করেছে। ১৯তম ওভারে খেলতে এসেছে। ঘরোয়া ক্রিকেটেও তো এটা করে না। এইভাবে তোমার রসদকে নষ্ট করার কোনও যুক্তি নেই।'


কুম্বলে যোগ করেছেন 'আমি মনে করি প্রত্যেকের ভূমিকা আগে থেকে স্পষ্ট করে দেওয়াটা জরুরি। ভবিষ্যতে একটা ভাল দল গড়তে গেলে এটা তোমাকে করতেই হবে। আগে থেকে প্রত্যেকের ভূমিকা ও দায়িত্ব বুঝিয়ে না দিলে তুমি সেরা ক্রিকেটারদের সরাসরি বিশ্বকাপে এনে সাফল্য আশা করতে পারবে না।'                                         


কুম্বলের সুরই শোনা গিয়েছে টম মুডির গলায়। প্রাক্তন অজি তারকা বলেছেন, '১৯তম ওভারে পন্থের ব্যাট করতে নামা নিয়ে এটাই বলব যে, ভারতের সবথেকে বড় ভুল ছিল। বড় স্কোর তুলতে গেলে পন্থের মতো ক্রিকেটারকে আগে নামাতেই হবে। কী করে ওইরকম একজন প্রতিভাকে তুমি ফেলে রাখতে পার? যদি ও ১৯ ওভারে আসে তাহলে আমাকে ধরে নিতে হবে দল এমন একটা জায়গায় রয়েছে যেখান থেকে তাঁরা ১৮০-১৯০ তে পৌঁছবে। গোটা ইনিংস জুড়ে যে ব্যাটিংটা দেখেছি, তাতে বলব ওর প্রতিভার সত্তর শতাংশ সেদিন নষ্ট করা হয়েছে।'


আরও পড়ুন: চাপ বাড়তে পারে পাকিস্তানের, ফাইনালে ফিট হয়ে মাঠে নামতে পারেন ২ ইংরেজ তারকা