চেন্নাই: বিশ্বকাপের (World Cup 2023) আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা ছিল শুভমন গিলের (Subhman Gill) ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর। আগামী রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারতীয় দল। সেই ম্য়াচে ওপেনে নামতে দেখা যাবে না তারকা ভারতীয় ব্যাটারকে। তবে অজিদের বিরুদ্ধে একাদশে সুযোগ পেতে পারেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran) ও ঈশান কিষাণ। গিলের বদলে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে তাঁকে। অন্যদিকে যা সম্ভানা তাতে তিন স্পিনার নিয়ে হয়ত আক্রমণে নামবে ভারতীয় দল। সেক্ষেত্রে অশ্বিন ছাড়াও কুলদীপ যাদব ও অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাডেজা খেলবেন।
আগামী রবিবার এম চিদাম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারতীয় দল। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই নিজেদের শেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে টিম ইন্ডিয়া। ২-১ ব্যবধানে ব্যাগি গ্রিনদের হারিয়ে দিয়েছিল তারা। তাই বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে চলেছে রোহিত ব্রিগেড। শুভমন ছিটকে যাওয়ায় প্রথম ম্যাচে ঈশান কিষাণের জন্য দরজা খুলে যেতে পারে প্রথম একাদশে। আবার কে এল রাহুলকেও ওপেন করাতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে সূর্যকুমার যাদবকে হয়ত প্রথম একাদশে খেলানো হতে পারে। চার নম্বর ব্যাটিং পজিশনে শ্রেয়স আইয়ারকে খেলানো হবে না সূর্যকুমার যাদবকে খেলানো হবে, তা নিয়েও প্রশ্ন উঠতে পারে।
রবিবার চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল। এহেন পরিস্থিতিতে এই ম্যাচের আগে তারকা ব্যাটার শুভমন গিল ছাড়াই মাঠে নামতে হতে পারে ভারতীয় দল। জানা গিয়েছে যে, টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটার বৃহস্পতিবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium) ভারতের নেট সেশনেও অংশ নেননি। এরপর ডেঙ্গি সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা ও তাঁর চিকিৎসা চলছে। বিসিসিআই-র ঘনিষ্ঠ সূত্রে খবর, টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট শুভমন গিলের শারীরিক অবস্থার উপর টানা নজর রাখছে।
চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেছিলেন শুভমন গিল। ওয়েস্ট ইন্ডিজ সফর বাদ গেলে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও তিনি খুব ভাল রান তুলেছিলেন। ২০২৩ মরশুমে ৮৯০ রান দিয়ে সর্বোচ্চ রান তুলেছিলেন। সাম্প্রতিক এশিয়া কাপেও ৩০২ রান তুলেছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশকে দুরমুশ করে ফাইনালে ভারত, এশিয়ান গেমসে সোনার লড়াইয়ে সামনে আফগানিস্তান