করাচি: একটা উড়ােফোন। তাতে হুমকি। আর বদলে গিয়েছিল পুরো চিত্রটাই। পাকিস্তানের মাটিতে ১৮ বছর পর সিরিজ খেলতে গিয়েও ম্যাচের আগেই মাঠ ছেড়েছিলেন নিউজিল্য়ান্ড ক্রিকেটাররা। সেই দেশের বোর্ডের তরফে নিরাপত্তা ইস্যুতে প্রশ্ন তুলে ক্রিকেটারদের সিরিজ না খেলার কথা জানিয়েছিল। আর এরপরই প্রথম ওয়ান ডে ম্যাচে নামার কিছুক্ষণ আগেই মাঠ ছাড়ন কিউয়ি ক্রিকেটাররা। 


কিন্তু পুরো বিষয়টিকে একদমই ভালভাবে নেয়নি পাকিস্তানের ক্রিকেটার থেকে শুরু করে সে দেশের ক্রিকেট বিশেষজ্ঞরা। নিউজিল্য়ান্ড ক্রিকেট বোর্ডের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন শোয়েব আখতার, ইনজামাম উল হক থেকে শুরু করে আরও অনেকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান রামিজ রাজা এবার পাক দলকে দিলেন নতুন বার্তা। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভাল পারফরম্যান্স করেই যাবতীয় হতাশার জবাব দেওয়ার কথা বলেছেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সোশ্যাল সাইটে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে রামিজকে বলতে শোনা গিয়েছে, 'হতাশা ও রাগের জবাব টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দিতে হবে ক্রিকেটারদের। ভাল খেলাই হবে এর উপযুক্ত জবাব।' 


প্রাক্তন পাক ক্রিকেটার আরও বলেন, 'বিশ্বের সেরা দলগুলির মধ্যে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারলে সবাই আমাদের বিরুদ্ধে খেলতে চাইবে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। হতাশ হওয়ার কোনও কারণ নেই।' উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। 


উল্লেখ্য, গত শুক্রবার থেকেই পাকিস্তান বনাম  নিউজিল্যান্ড সীমিত ওভারের ক্রিকেট সিরিজ শুরু হওয়ার কথা ছিল৷ কিন্তু সুরক্ষা সংক্রান্ত প্রশ্নে তা বাতিল করে দেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড৷ রাওয়ালপিন্ডিতে ছিল প্রথম ম্যাচ৷ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিবৃতি জারি করে জানিয়েছে, নিউজিল্যান্ড সরকার পাকিস্তানে নিউজিল্যান্ড দলের সুরক্ষা সংক্রান্ত হুমকির জেরে এই সিরিজ বাতিল করেছে কিউয়ি ক্রিকেট বোর্ড৷ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘পাকিস্তান সফরের জন্য নিউজিল্যান্ড সরকারের কাছে সুরক্ষা সংক্রান্ত হুমকি আসার পর নিউজিল্যান্ডের সুরক্ষা উপদেষ্টার পরামর্শ মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এই সফর আর চালু থাকবে না৷" 


আরও পড়ুন: পাকিস্তান ক্রিকেটকে হত্যা করল নিউজিল্যান্ড, প্রতিক্রিয়া ক্ষুব্ধ শোয়েবের