নয়াদিল্লি: টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে (T20 World Cup) জিম্বাবোয়ের বিরুদ্ধে পাকিস্তানের (PAK vs ZIM) পরাজয়ের পর প্রায় এক দিন কাটতে চলল। তাও এই হার যেন কোনওভাবেই মানতে পারছেন না পাকিস্তানিরা। বাবর আজমদের ব্যর্থতার পর দোষারোপের পালা শুরু হয়ে গিয়েছে। এবার সরাসরি দলের পরাজয়ের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাচকদের দুষলেন মহম্মদ আমির (Mohammad Amir)।


তারকাদের মতামত


প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার দলের নির্বাচন নিয়ে একরাশ হতাশা প্রকাশ করে নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'প্রথম দিন থেকে আমি বলে আসছি যে দলের নির্বাচন ঠিক হয়নি। এখন এই হারের দায় কে নেবেন? সময় এসেছে পিসিবির চেয়ারম্যান যিনি নিজেকে ভগবান ভাবেন এবং দলের প্রধান নির্বাচক, উভয়কেই বিদায় জানানোর।' 


 






আমিরের মতামতের সঙ্গে প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদের (Shahid Afridi) মতামতের তেমন মিল নেই। শাহিদের মতে জিম্বাবোয়ে যোগ্য দল হিসাবেই ম্যাচটি জিতেছে। 'এই ফলাফলকে আপসেট বলা চলে না। কেউ ম্যাচ দেখলে সে স্পষ্টতই বুঝবে যে জিম্বাবোয়ে ম্যাচের প্রথম বল থেকেই দারুণ ক্রিকেট খেলেছে এবং ব্যাটিং পিচে কীভাবে অল্প রান করেও ম্যাচ জেতা যায়, তা সকলকে দেখিয়ে দিয়েছে। জয়ের জন্য জিম্বাবোয়েকে অনেক ধন্যবাদ। তোমাদের কঠোর পরিশ্রমের ফল পেয়েছ তোমরা।'   


 



 


ম্যাচের বিবরণ


মেলবোর্নে আয়ার্ল্যান্ডের কাছে ইংল্যান্ডের হারের পর ২৪ ঘণ্টাও কাটেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের অঘটন। এবার পাকিস্তানকে রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে হারিয়ে দিল জিম্বাবোয়ে। পারথে ম্যাচ শুরু হওয়ার আগে ঘুণাক্ষরেও কেউ ভাবেননি যে, অঘটন অপেক্ষা করে রয়েছে। বরং প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে ১৩০/৮ তোলার পর পাকিস্তানের জয়ের ব্যাপারে সকলেই আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন জিম্বাবোয়ের ক্রিকেটারেরা। শেষ বল পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই করলেন। স্নায়ুর চাপ সামলে ম্যাচও বার করে নিলেন তাঁরা।