ইসলামাবাদ: কাবুলে বিস্ফোরণের জেরে আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানের সঙ্গে সবরকম ক্রিকেটীয় সম্পর্ক বাতিল করে দেওয়ার কথা ঘোষণা করেছে। এরই পাল্টা হিসেবে এবার পাক ক্রিকেটারদের আফগানিস্তানের ঘরোয়া টি-২০ লিগে খেলার উপর নিষেধাজ্ঞা জারি করল পিসিবি। এমনকী, কোচ বা অন্যান্য আধিকারিকরাও আফগানিস্তানের এই লিগে খেলতে পারবেন না বলে এক বিবৃতিতে জানিয়েছে পিসিবি।
১৮ জুলাই থেকে কাবুলে শুরু হচ্ছে এই লিগ। কামরান আকমল, উমর আকমল ও বাবর আজমের মতো পাকিস্তানের জাতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটাররা আফগান লিগে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু পিসিবি ছাড়পত্র না দেওয়ার কথা ঘোষণা করায় তাঁদের পক্ষে আফগানিস্তানে খেলতে যাওয়া সম্ভব হবে না।
পাক ক্রিকেটারদের আফগান টি-২০ লিগে খেলায় নিষেধাজ্ঞা পিসিবি-র
Web Desk, ABP Ananda
Updated at:
02 Jun 2017 04:26 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -