করাচি: ভারতে অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপের জন্য ভিসা পেল পাকিস্তানের দৃষ্টিহীন ক্রিকেট দল। ভারতীয় হাইকমিশন ভিসার আবেদন মঞ্জুর করছে। এবার শুধু পাকিস্তানের বিদেশ ও অভ্যন্তরীণ মন্ত্রকের নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার অপেক্ষা। তাহলেই ভারতে চলে আসবে দল।
পাকিস্তানের দৃষ্টিহীনদের ক্রিকেট সংস্থার এক মুখপাত্র বলেছেন, ‘বিশ্বকাপ শুরু হচ্ছে ৩১ তারিখ থেকে। সেই কারণে আমরা ২৮ তারিখই ভারতে চলে যাওয়ার কথা ভাবছি। ভারতে যাওয়ার অনুমতি চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রকগুলির কাছে ইতিমধ্যেই আবেদন জানিয়েছি।’
পাকিস্তানের দৃষ্টিহীনদের ক্রিকেট সংস্থার প্রধান সৈয়দ সুলতান শাহ বলেছেন, ‘সম্প্রতি ভারতীয় হাইকমিশন পাকিস্তানের হকি দল এবং আরও কয়েকটি ক্রীড়া সংগঠনকে ভিসা দেয়নি। সেই কারণে আমরা ভিসা পাওয়া নিয়ে চিন্তায় ছিলাম। শেষপর্যন্ত ভিসা পাওয়ায় আমি খুশি। দলের সঙ্গে আমিও ভারতে যাচ্ছি। ভারতীয় দলকে এ বছরের শেষদিকে পাকিস্তানে একদিনের ও টি-২০ ম্যাচ খেলতে আসার আমন্ত্রণ জানাব।’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
টি-২০ বিশ্বকাপের জন্য ভিসা পেল পাকিস্তানের দৃষ্টিহীন দল
Web Desk, ABP Ananda
Updated at:
26 Jan 2017 02:54 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -