করাচি: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে ম্যাচে আগুন ঝরাতে তৈরি পাকিস্তানের বোলাররা। এমনই দাবি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। আইসিসি-র ওয়েবসাইটে তিনি লিখেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিই হল একমাত্র আইসিসি প্রতিযোগিতা, যেখানে ভারতের বিরুদ্ধে সাফল্য পেয়েছে পাকিস্তান। ২০০৪ সালে এজবাস্টনে এবং ২০০৯ সালে সেঞ্চুরিয়নে ভারতের বিরুদ্ধে ম্যাচ জিতেছিলাম আমরা। আশা করি বিশ্বমানের প্রতিযোগিতায় ভারতের বিরুদ্ধে রেকর্ড উজ্জ্বল করার জন্য উজ্জীবিত পারফরম্যান্স দেখাবে পাকিস্তানের ক্রিকেটাররা। পাকিস্তানের বোলিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী। ইংল্যান্ডের পেস সহায়ক উইকেটে ভারতের ব্যাটিং লাইনআপকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে পাক বোলাররা।’


আফ্রিদি আরও লিখেছেন, ‘বছরের সবচেয়ে বড় ক্রিকেট ম্যাচের আর এক মাস বাকি। এজবাস্টনে জিভে জল আনা ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সারা বিশ্বে কোটি কোটি ক্রিকেটভক্তর মতোই আমিও সেই ম্যাচের দিকে তাকিয়ে আছি। আশা করি দুই প্রতিদ্বন্দ্বী দল এক উপভোগ্য ম্যাচ উপহার দেবে।’

৪ জুন ভারত-পাক ম্যাচ হওয়ার কথা। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল অবশ্য এখনও ঘোষণা হয়নি। এই প্রতিযোগিতায় ভারতের যোগ দেওয়া এখনও নিশ্চিত নয়। তবে ক্রিকেটপ্রেমীরা দু দলের ম্যাচের জন্য অপেক্ষা করছেন।