দুবাই: আজ এশিয়া কাপে মহারণ। সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। এই ম্যাচে ভারতীয় দলে কোনও পরিবর্তন হচ্ছে না। তবে পাকিস্তান দলে ফিরছেন অভিজ্ঞ বাঁ হাতি পেসার মহম্মদ আমির। বাদ পড়ছেন উসমান খান। পাকিস্তান দলে আরও একটি পরিবর্তন হচ্ছে। হ্যারিস সোহেলের বদলে দলে আসছেন লেগস্পিনার শাদাব খান।


চলতি প্রতিযোগিতায় প্রথম দু’টি ম্যাচে উইকেট পাননি আমির। সুপার ফোরে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে তিনি বাদ পড়েন। তবে ভারতের বিরুদ্ধে ভাল পারফরম্যান্সের কথা মাথায় রেখেই আজ তাঁকে দলে ফেরাচ্ছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। এবারের এশিয়া কাপে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও বাঁ হাতি ওপেনার শিখর ধবনের বিরুদ্ধে অতীতে সাফল্য পেয়েছেন আমির। সেই কারণেই তাঁর উপর ভরসা করছে দল।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচে কৃত্রিম আলোয় ব্যাট করা সাধারণত সুবিধাজনক হয়। গ্রুপ লিগে ভারত-পাক ম্যাচে পিচ যেরকম মন্থর ছিল, আজকের ম্যাচেও সেরকমই থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে টস গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।