মেলবোর্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান (PAK vs ENG)। বিশ্বকাপের সুপার ১২-র শুরুটা ভীষণ হতাশাজনকভাবে করেছিল বাবর বাহিনী। ভারত ও জিম্বাবোয়ে, উভয় দলের বিরুদ্ধেই প্রথম দুই ম্যাচে হারে পাকিস্তান। কিন্তু পরপর চার ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গিয়েছে সেই পাকিস্তান দলই। নাগাড়ে চার ম্যাচ জয়ের আত্মবিশ্বাসে ভর করেই বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন বাবর আজম (Babar Azam)।


আত্মবিশ্বাসী পাকিস্তান


ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মলনে বাবর বলেন, 'যেভাবে টানা শেষ চার ম্যাচ জিতেছি আমরা, তা আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আত্মবিশ্বাস তো আছেই, আশা করছি ফাইনালে আমরা ভাল খেলবও। ফাইনাল ম্যাচ ঘিরে দলের সকলেই ভীষণ উত্তেজিত। আশা করছি ম্যাচের ফলাফলও আমাদের জন্য ভালই হবে।' তবে নিজের দলের প্রতি আত্মবিশ্বাসী হলেও, বাবর কিন্তু ইংল্যান্ডকেও বেশ সমীহ করছেন। ইংল্যান্ড দলে মুহূর্তে ম্যাচের রং বদলে দেওয়ার দক্ষতা রাখা একাধিক তারকা রয়েছেন বলে একবাক্যে মেনে নিচ্ছেন বাবর।


ইংল্যান্ডকে সমীহ


'আমার মতে ইংল্যান্ড বিশ্বের অন্যতম সেরা দল। ওদের বিরুদ্ধে হালেই আমরা এক সিরিজ খেলেছিলাম যেখানে দুই দলই নিজেদের সবটা উজাড় করে দিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল। ইংল্যান্ড খুবই ভাল দল এবং ওদের দলে বহু ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখা খেলোয়াড়রা রয়েছেন। আশা করছি ওদের বিরুদ্ধে আমরা নিজেদের পরিকল্পনাগুলি সঠিকভাবে বাস্তবায়িত করতে পারব।' বলেন পাক অধিনায়ক।


ভারতকে সেমিফাইনালে ১০ উইকেটের ব্যবধানে হারিয়ে দুরন্তভাবে ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ইংল্যান্ড। তবে ফাইনালের আগে অতীত সাফল্য নিয়ে মাথা ঘামাতে নারাজ ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার (Jos Buttler)। 


অর্থহীন অতীত


ফাইনালের আগের দিন সাংবাদিক সম্মেলনে বাটলার বলেন, 'ম্যাচ ঘিরে আমরা দারুণ উত্তেজিত। তবে অতীত সাফল্য এখানে অর্থহীন। আমাদের আবার নতুন ম্যাচে নতুনভাবে শুরু করতে হবে।' সাম্প্রতিক অতীতে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি ম্যাচ ইংল্যান্ড। বিশ্বকাপের আগে শেষ দ্বিপাক্ষিক সিরিজ সাত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল পাকিস্তান ও ইংল্যান্ড। চেনা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ফাইনাল খেলার কী কিছু সুবিধা আছে? 'আমরা সাম্প্রতিক সময়ে ওঁদের বিরুদ্ধে বেশ কয়েকটি ম্যাচ খেলেছি। তবে সেই ম্যাচগুলি ভিন্ন পরিবেশে ছিল। এই পরিবেশ আলাদা। আমরা এক দারুণ দলের বিরুদ্ধে খেলতে নামব।' মত বাটলারের।


আরও পড়ুন: দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ফাইনালে মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড, কখন, কোথায় দেখবেন ম্যাচ?