শাসক দলের সেনেটরের আপত্তি, পাক ক্রিকেটারদের মাঠে পুশ আপে 'না' বোর্ডের
Web Desk, ABP Ananda | 26 Oct 2016 05:03 PM (IST)
ইসলামাবাদ: দেশের বাইরে ম্যাচ জেতার পর মাঠেই পুশ-আপ করছেন ক্রিকেটাররা, এতে দেশ সম্পর্কে নেতিবাচক ছবি তৈরি হচ্ছে, শাসক দলের সেনেটর রানা আফজল খানের এহেন বক্তব্যের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারদের জানিয়ে দিয়েছে, এবার থেকে খেলার মাঠে আর যেন তাঁরা এমন আচরণ না করেন। পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) দলের সেনেটর রানা ক্রীড়া সংক্রান্ত সেনেট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সাফল্য উদযাপনে ক্রিকেটারদের মাঠে পুশ আপ করায় প্রবল আপত্তি জানান। তাঁর মতে, ক্রিকেটাররা বরং জাতীয় সংগীত গান বা প্রার্থনা করুন।রানার সওয়াল, ক্রিকেট ‘ভদ্রলোকের খেলা”, যার সঙ্গে একেবারেই মানানসই নয় পুশ-আপ। ম্যাচ জয়ের আনন্দ উদযাপনে পুশ-আপে ক্রিকেটের আসল মেজাজ ফুটে ওঠে না। তাছাড়া পাকিস্তানের ভাবমূর্তিরও ক্ষতি হয়। তাই বিষয়টি খতিয়ে দেখা হোক। এরপরই পিসিবি কর্তা নাজম শেঠি ওই সেনেটর ও স্ট্যান্ডিং কমিটিকে আশ্বস্ত করেন যে, ক্রিকেটাররা আর মাঠে পুশ আপ করে জয় সেলিব্রেট করবেন না। তিনি বলেন, সাম্প্রতিক ইংল্যান্ড সফরেই এমনটা হয়েছে, তবে আর এ দৃশ্য দেখা যাবে না। প্রসঙ্গত, সেনাবাহিনীর সঙ্গে থেকে ট্রেনিং নিয়ে ইংল্যান্ড সফরে গিয়েছেন পাক ক্রিকেটাররা। জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে শতরান করে প্রথম মাঠে পুশ আপ করতে শুরু করে দেন খোদ পাক অধিনায়ক মিসবা উল হক। তারপর থেকে গোটা পাক দলই সাফল্যের সেলিব্রেট করছে পুশ আপ করে।