বর্তমানে পাকিস্তান দলের সঙ্গে ইংল্যান্ড সফরে আছেন আসিফ। একদিনের সিরিজে পাকিস্তান ০-৪ হেরে গেলেও, আসিফ ভাল পারফরম্যান্সই দেখিয়েছেন। তিনি দু’টি ম্যাচে অর্ধশতরান করেছেন। এই ব্যাটসম্যান বিশ্বকাপের দলেও আছেন। তবে মেয়ের মৃত্যু হওয়ায় তিনি বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ব্যর্থ ক্যান্সারের চিকিৎসা, মার্কিন যুক্তরাষ্ট্রে পাক ক্রিকেটার আসিফ আলির মেয়ের মৃত্যু
Web Desk, ABP Ananda | 20 May 2019 01:23 PM (IST)
বর্তমানে পাকিস্তান দলের সঙ্গে ইংল্যান্ড সফরে আছেন আসিফ।
লিডস: মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যান্সারের চিকিৎসা চলছিল পাকিস্তানের ক্রিকেটার আসিফ আলির মেয়ের। কিন্তু সেই চিকিৎসায় কোনও ফল হল না। মৃত্যু হয়েছে মেয়েটির। পাকিস্তান সুপার লিগের দল ইসলামাবাদ ইউনাইটেডের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ‘আসিফ আলির মেয়ের মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আসিফ ও তাঁর পরিবারের জন্য প্রার্থনা করছি। শক্তি ও সাহসের অসাধারণ উদাহরণ হল আসিফ। ও আমাদের অনুপ্রেরণা।’