দানিশ লিখেছেন, ভগবান রামের মাহাত্ম্য তাঁর নামে নয়, রয়েছে চরিত্রে। অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয়ের প্রতীক তিনি। আজ গোটা বিশ্বে সুখের জোয়ার এসেছে। এক বিরাট পরিতৃপ্তি, সুখের মূহূর্ত এটি।
গতকাল দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে অযোধ্যা সফর করে সেখানে যে বিরাট রামমন্দির গড়ে ওঠার কথা, তার ভূমি পূজা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবতও।
গত বছর সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির গড়ার দাবিকে স্বীকৃতি দিয়েছে।
পরে ভূমি পূজার ছবি ট্যুইট করে মোদি লেখেন, অযোধ্যায় একটা আশীর্বাদধন্য দিন। প্রতিটি ভারতীয়ের স্মৃতিপটে দিনটি অক্ষয় হয়ে থাকবে। ভগবান রামের আশীর্বাদ চিরকাল আমাদের মাথার ওপর থাকুক, প্রার্থনা করি। ভারত প্রগতির নতুন শিখর স্পর্শ করুক। প্রতিটি ভারতীয় সুস্থ, সমৃদ্ধ থাকুন।
পাকিস্তানে কানেরিয়া দ্বিতীয় হিন্দু ক্রিকেটার যিনি জাতীয় টেস্ট, একদিনের টিমে খেলেছেন। তাঁর আগে একমাত্র পাকিস্তান টিমে ঠাঁই পাওয়া হিন্দু ক্রিকেটারের নাম অনিল দলপত। আটের দশকে পাকিস্তান টিমের উইকেটরক্ষক অনিল সম্পর্কে দানিশের কাকা।
সম্প্রতি দানিশ সরব হন অতীতে পাক টিমে তাঁর প্রতি কোনও কোনও সহ ক্রিকেটারের আচরণের প্রসঙ্গ তুলে। তাঁর অভিযোগ ছিল, তিনি হিন্দু বলে ভাল ব্যবহার পেতেন না, যা নিয়ে পরে বেশ জলঘোলা হয়।