নয়াদিল্লি: পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটসম্যান কামরান আকমল ও তাঁর ভাই উমর আকমল সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য প্রায়ই ট্রোলড হন। তাঁরা ইংরাজিতে কিছু লিখতে গেলেই ভুল করেন আর সেই পোস্ট ভাইরাল হয়। আজ পাকিস্তানের স্বাধীনতা দিবসেও একই কাণ্ড ঘটিয়েছেন কামরান। তিনি ট্যুইট করেন, ‘Happy Indepence Day.’ Independence বানান ভুল লেখার জন্য শুরু হয় ট্রোলিং। তবে তারপরেও এখনও পর্যন্ত এই ট্যুইট মুছে ফেলেননি কামরান। তাঁর ট্যুইটার হ্যান্ডলে এখনও দেখা যাচ্ছে এই ট্যুইট।
আজ পাকিস্তানের স্বাধীনতা দিবস। অনেকেই এই দিনে শুভেচ্ছা জানাচ্ছেন। কামরানও সেটা করতে গিয়ে বিপাকে পড়লেন। একজন লিখেছেন, ‘আপনার প্রতি শ্রদ্ধা থাকল ভাই। ব্রিটিশরা আমাদের দেশে যা করেছিল, ওদের ভাষার সঙ্গে একই কাজ করে একমাত্র আপনিই বদলা নিচ্ছেন।’
অন্য একজন লিখেছেন, ‘পাকিস্তানিদের আলাদা অভিধান আছে...শ্রদ্ধা!’
একজন কটাক্ষ করেছেন, ‘এর চেয়ে ভাল হত যদি ‘ইন্ডিয়া-ডিপেন্ডেন্ট’ লিখে দিতে।’
এখনও পর্যন্ত ১০,৩০০ জনেরও বেশি এই ট্যুইট লাইক করেছেন, ৪,১০০ জনেরও বেশি রিট্যুইট করেছেন এবং ৫,২০০টিরও মন্তব্য করেছেন।
২০০২-এর নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কামরানের। তিনি ৫৩টি টেস্ট ম্যাচে ২,৬৪৮ রান করেছেন। শতরানের সংখ্যা ৬। ১৩৭টি একদিনের আন্তর্জাতিকে তাঁর রান ২,৯২৪। শতরানের সংখ্যা ৫। টি-২০ আন্তর্জাতিকে তাঁর রান ৭০৪। টেস্ট, একদিনের আন্তর্জাতিক ও টি-২০ ম্যাচে তাঁর ক্যাচ বা স্টাম্পিংয়ের সংখ্যা যথাক্রমে ২০৬, ১৬৯ ও ৫২।
শুরুতে কামরানকে প্রতিভাবান হিসেবে চিহ্নিত করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে তিনি হাসির খোরাকে পরিণত হন। ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পান তিনি। এরপর আর পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পাননি তিনি। এখন ৩৯ বছর বয়স হয়ে গিয়েছে এই উইকেটকিপার-ব্যাটসম্যানের। তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাবেন না বলেই মনে করছে পাকিস্তানের ক্রিকেট মহল।