ইসলামাবাদ: রওয়ালপিন্ডি টেস্টে চতুর্থ দিনেই বাংলাদেশকে ইনিংস ও ৪৪ রানে হারাল পাকিস্তান। সোমবার খেলা শুরুর দেড় ঘন্টারও কম সময়ের মধ্যে বাংলাদেশের বাকি চার উইকেট তুলে নেন পাক বোলাররা। প্রথম ইনিংসে ২১২ রানে পিছিয়ে থেকে এদিন ৬ উইকেটে ১২৬ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। শেষপর্যন্ত ১৬৮ রানে অল আউট হয়ে যায় তারা।
চলতি সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের যে চারটি উইকেট পড়েছে তার মধ্যে দুটি নিয়েছেন ইয়াসির শাহ (৫৮ রানে চার উইকেট)। ম্যান অফ দ্য ম্যাচ ১৬ বছরের পাক পেসার নাসিম শাহ। কনিষ্ঠতম বোলার হিসেবে রবিবার টেস্টে হ্যাটট্রিকের নজির গড়েছেন তিনি।
রবিবার বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সপ্তম ওভারে নাসিম প্রথমে নাজমুল হোসেন শান্টোকে লেগ বিফোর আউট করেন নাসিম। এরপরের পিচড আপ ডেলিভারিতে নাসিম উইকেটের সামনে পেয়ে যান তাইজুল ইসলামের পা। পরের বলে মাহমুদুল্লা কভার ড্রাইভ করতে যান। কিন্তু বল তাঁর ব্যাটের কানায় গেলে প্রথম স্লিপে হ্যারিস সোহেলের হাতে চলে যায়।



চতুর্থ পাক বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন নাসিম।
পাক ব্যাটসম্যান বাবর আজম নাসিমের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, নাসিম অসাধারণ বোলিং করলল...মাঠে থেকে ওর এ ধরনের বোলিং খুব উপভোগ করেছি। সবচেয়ে বড় ব্যাপার হল, ও পরিকল্পনা অনুযায়ী বোলিং করে এবং খুব দ্রুত শিখছে।
১৬ বছর ৩৫৯ দিন বয়সে হ্যাটট্রিক করলেন নাসিম শাহ। এর আগে সর্বকনিষ্ঠ হিসেবে টেস্টে হ্যাটট্রিকের রেকর্ড ছিল বাংলাদেশের লেগ স্পিনার অলোক কপালির দখলে। ২০০৩-এ ১৯ বছর বয়সে পেশোয়ারে পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন অলোক।