নয়াদিল্লি: হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ভারতীয় সীমিত ওভার দলের অবিচ্ছেদ্য অঙ্গ। ব্যাট ও বল হাতে তাঁর দক্ষতা, দলে ভারসাম্য প্রদান করে। ভারতীয় দলের সাফল্যে হার্দিক পাণ্ড্য কতটা গুরুত্বপূর্ণ, তা একবাক্যে সকলেই মেনে নেন। তাদের দেশে হার্দিকের মতো একজন 'ফিনিশার'র বড়ই অভাব, আক্ষেপ শাহিদ আফ্রিদির (Shahid Afridi)।
আফ্রিদির আক্ষেপ
প্রাক্তন পাকিস্তান (Pakistan Cricket Team) অধিনায়ক শাহিদ আফ্রিদি বলেন, 'এমন ধরনের (হার্দিক পাণ্ড্যর মতো) ফিনিশার আমাদের দলে নেই। মনে হয়েছিল আসিফ আলি ও খুশদিল (শাহ) ফিনিশারের কাজটা করতে সক্ষম হবে। তবে ওরা ব্যর্থ হয়েছে। (মহম্মদ) নওয়াজ বা শাদাব (খান) কেউই ধারাবাহিক নন। এই চারজনের মধ্যে অন্তত দুইজনকে তো ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে। তবে শাদাব যে সময়টা বল করে, সেটা ভীষণই গুরুত্বপূর্ণ। ও যেদিন বল হাতে ভাল পারফর্ম করে, সেদিন পাকিস্তান বেশিরভাগ সময়ই ম্যাচ জিততেও সক্ষম হয়।'
শাহিদ আফ্রিদি পাকিস্তানের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়েও নিজের মতামত ব্যক্ত করেন। তাঁর মতে, 'পাকিস্তানকে বিশ্বকাপ জিততে হলে তাদের ব্যাটিং ও বোলিংটা অনেক উন্নত করতে হবে। শেষ কয়েকটি ম্যাচে পাকিস্তান দল যে ভুলভ্রান্তিগুলি করেছে, সেইগুলিকে দ্রুতই শুধরে নিতে হবে।' বিশ্বকাপে ২৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। তার আগে অবশ্য ইংল্যান্ড এবং আফগানিস্তানের বিরুদ্ধে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবেন বাবর আজমরা।
হাসপাতালে নাসিম
বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান (PAK vs ENG)। সেই সিরিজেরই পঞ্চম ম্যাচের পর তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হল নাসিম শাহকে (Naseem Shah)। নিউমোনিয়া (Pneumonia) আক্রান্ত হয়ে গতকাল রাতেই হাসপাতালে ভর্তি হয়েছেন নাসিম। পাকিস্তান বোর্ড সূত্রে খবর, তাঁকে গোটা রাত হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
এশিয়া কাপে পাকিস্তানের হয়ে বল হাতে সকলেরই নজর কেড়েছিলেন তরুণ ফাস্ট বোলার নাসিম শাহ। তবে চলতি ইংল্যান্ড-পাক সিরিজের পঞ্চম ম্যাচে পাকিস্তান দলে সুযোগ পাননি নাসিম। পরিবর্তে তাঁকে হাসপাতালেই রাত কাটাতে হল। পাকিস্তান ক্রিকেট দলের মেডিক্যাল টিম নাসিম শাহের পরিস্থিতির ওপর নজর রাখছে। সিরিজের বাকি ম্যাচে নাসিম আদৌ খেলতে পারবেন কি না, তা মেডিক্যাল দলের রিপোর্টের ভিত্তিতেই ঠিক করা হবে। নাসিমের পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি না হলে তিনি যে আর এই সিরিজের বাকি ম্যাচে খেলতে পারবেন না, তা একপ্রকার নিশ্চিত।
আরও পড়ুন: পিঠের চোটে কাবু বুমরা, বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবেন তারকা বোলার?