নয়াদিল্লি: আশঙ্কা ছিলই, সেই আশঙ্কাই সম্ভবত সত্যি হতে চলেছে। পিঠের চোটের জেরে বিশ্বকাপে (T20 World Cup 2022) ভারতের (Indian Cricket Team) হয়ে সম্ভবত মাঠে নামা হচ্ছে না জসপ্রীত বুমরার (Jasprit Bumrah)। ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও খেলেননি তারকা বোলার। এরপর থেকেই আশঙ্কা দানা বেঁধেছিল। একাধিক রিপোর্ট অনুযায়ী, সেই চোটের জেরেই বুমরার বিশ্বকাপে খেলা হচ্ছে না।


অনুশীলনে ব্যথা


বুমরার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়ে বিসিসিআইয়ের তরফে এখনও সরকারিভাবে কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি। তবে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগেই বিসিসিআইয়ের তরফে জানানো হয় মঙ্গলবার অনুশীলনে বুমরা পিঠে ব্যথা নিয়ে অভিযোগ জানান। তিনি সেই কারণেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন না। তবে খবর অনুযায়ী বুমরা শুধু প্রথম ম্যাচ বা চলতি টি-টোয়েন্টি সিরিজিই নয়, বরং বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে চলেছেন। বুমরার 'স্ট্রেস ফ্র্যাকচার' হয়েছে বলেই খবর।


 






অস্ত্রোপ্রচারের প্রয়োজন নেই


অবশ্য বুমরা চোট পেলেও, তাঁর অস্ত্রোপ্রচারের প্রয়োজন নেই বলেই শোনা যাচ্ছে। তবে তাঁর চোট সারিয়ে উঠতে মোট চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। পিঠের চোটেই এশিয়া কাপেও খেলতে পারেননি বুমরা। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) মাসখানেক কাটিয়েই তিনি সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন। চোট সারিয়ে অজিদের বিরুদ্ধে দুই ম্যাচও খেলেছিলেন তিনি। তবে আবারও সেই পিঠের চোটেই তাঁর বিশ্বকাপ খেলা নিয়েও প্রশ্নচিহ্ন উঠে গেল। 


বুমরার না থাকলে ভারতীয় দল যে বিরাট বড় ধাক্কা খাবে, সেই নিয়ে কোনও দ্বিমত নেই। তাঁর বদলে ভারতীয় দলে কে সুযোগ পেতে পারেন, এখন সেটাই দেখার বিষয়। বুমরার বদলে মহম্মদ শামি, দীপক চাহাররা সুযোগ পেতে পারেন। এই দুই তারকা বোলারই বিশ্বকাপের মূল দলে না থাকলেও, দলের রিজার্ভে রয়েছেন। তাই তাঁদের মধ্যেই কারুর সুযোগ পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি।


আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ সেরা হয়ে নিজের বোলিং পরিকল্পনা খোলসা করলেন অর্শদীপ