পাকিস্তানের সমর্থকরা স্মিথকে বিদ্রূপ করবে না, দাবি সরফরাজের
Web Desk, ABP Ananda | 12 Jun 2019 04:42 PM (IST)
ভারতের বিরুদ্ধে ম্যাচে দর্শকদের কটূক্তি শুনতে হয় স্মিথকে।
টনটন: আজ টনটনে পাকিস্তানের সমর্থকরা অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথকে কোনওভাবেই বল-বিকৃতির ঘটনা নিয়ে বিদ্রূপ করবে না বলে দাবি সরফরাজ আহমেদের। পাকিস্তানের অধিনায়ক বলেছেন, ‘পাকিস্তানিরা ক্রিকেট খেলা ভালবাসেন। তাঁরা খেলোয়াড়দের সমর্থন করেন। আমার মনে হয় তাঁরা স্মিথকে বিদ্রূপ করবেন না।’ ভারতের বিরুদ্ধে ম্যাচে দর্শকদের কটূক্তি শুনতে হয় স্মিথকে। তাঁকে ‘প্রতারক’ বলে কটাক্ষ করেন ভারতীয় সমর্থকরা। তাঁদের থামান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে স্মিথকে সেই পরিস্থিতির মোকাবিলা করতে হবে না বলেই দাবি সরফরাজের।