লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জয়ের আনন্দ উপভোগের মধ্যেই আশঙ্কার মেঘ পাকিস্তান শিবিরে। স্লো ওভার রেটের জন্য ইতিমধ্যেই পাকিস্তান দলের জরিমানা করেছে আইসিসি। সেইসঙ্গে অধিনায়ক সরফরাজ আহমেদের মাথায় এক টেস্ট ম্যাচ সাসপেনসনের খাঁড়াও ঝুলছে।
আইসিসি-র বিবৃতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার বোলিং কম করেছে পাকিস্তান। এজন্য ম্যাচ রেফারি জেফ ক্রো সরফরাজের দলের জরিমানা করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, আইসিসি-র খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.৫.১ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কোনও দল যত ওভার কম বোলিং করবে, সেই অনুসারে ম্যাচ ফি-র ১০ শতাংশ করে জরিমানা হবে। অধিনায়কের ক্ষেত্রে এর পরিমাণ হবে দ্বিগুণ।
লর্ডসে প্রথম টেস্টে ৮ উইকেটে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে রয়েছে পাকিস্তান।
স্লো ওভার রেটের জন্য পাক ক্রিকেটারদের প্রত্যেকের ৩০ শতাংশ করে জরিমানা হয়েছে। সরফরাজের ৬০ শতাংশ জরিমানা হয়েছে।
আগামী ১২ মাসের মধ্যে পাকিস্তান আবার যদি নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারে এবং সরফরাজই অধিনায়ক থাকেন, তাহলে এটি তাঁর দ্বিতীয় ত্রুটি হিসেবে গণ্য হবে এবং তাঁকে এক ম্যাচ সাসপেনশনের সাজা ভুগতে হবে।
আগামী ১ জুন হেডিংলিতে শুরু হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় টেস্ট।