করাচি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের একদিনের দলে জায়গা পেলেন না দুই অভিজ্ঞ ক্রিকেটার কামরান আকমল ও মহম্মদ হাফিজ। চলতি টেস্ট সিরিজে ভাল পারফরম্যান্স দেখাতে না পারায় বাদ দেওয়া হয়েছে লেগ স্পিনার ইয়াসির শাহকে।
পিসিবি সূত্রে জানা গিয়েছে, নির্বাচকরা কামরানকে দলে নেওয়ার পক্ষে ছিলেন। ২০১৩ সালের জুনে শেষবার একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেললেও, চলতি মরশুমে ঘরোয়া ক্রিকেটে সাতটি শতরান করেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। কিন্তু পাকিস্তানের কোচ মিকি আর্থার এবং একদিনের দলের অধিনায়ক আজহার আলি উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে মহম্মদ রিজওয়ানকেই দলে রাখার পক্ষে মত প্রকাশ করেন। কোচ-অধিনায়কের আপত্তিতেই দলে জায়গা হল না কামরানের। নির্বাচক কমিটির প্রধান ইনজামাম উল হক দল নির্বাচন নিয়ে মোটেই খুশি নন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একদিনের সিরিজে ফল ভাল না হলে তার দায় কোচ-অধিনায়ককেই নিতে হবে।
হাফিজের বোলিং অ্যাকশন সন্দেহজনক হওয়ায় তাঁর বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আইসিসি। গত মাসে সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ঘরোয়া ক্রিকেটে ফের বোলিং শুরু করেছেন হাফিজ। তবে তা সত্ত্বেও তিনি সুযোগ পেলেন না।
পাকিস্তানের একদিনের দলে নেই কামরান, হাফিজ
Web Desk, ABP Ananda
Updated at:
30 Dec 2016 06:15 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -