দুবাই: পাকিস্তান কি ২০১৯ সালে একদিনের বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারবে? আজহার আলির দলের সাম্প্রতিক ফর্ম এ বিষয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি র‌্যাঙ্কিংয়ে প্রথম আটটি দল সরাসরি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করবে। পাকিস্তান এখন ৮৯ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে। ৮৭ পয়েন্ট নিয়ে একধাপ পিছনে ওয়েস্ট ইন্ডিজ। মার্চে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাচ্ছে পাকিস্তান। দু দলের কাছেই সেই সিরিজের গুরুত্ব বেড়ে গিয়েছে।


অস্ট্রেলিয়ার মাটিতে সদ্যসমাপ্ত একদিনের সিরিজে ১-৪ হেরে গিয়েছে পাকিস্তান। এই হারের পর আজহারের অধিনায়ক পদে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কয়েকদিন আগেই পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান বলেছেন, তাঁরা অস্ট্রেলিয়া সফরে দলের পারফরম্যান্স নিয়ে অখুশি। দল দেশে ফিরলে আজহারের অধিনায়কত্ব নিয়ে আলোচনা হবে।

এরই মধ্যে পঞ্চম একদিনের ম্যাচে মন্থর ওভার রেটের জন্য এক ম্যাচ নির্বাসিত হয়েছেন আজহার। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে খেলতে পারবেন না তিনি। এই পরিস্থিতিতে পাকিস্তানের একদিনের দলের অধিনায়ক বদলের সম্ভাবনা দেখা যাচ্ছে। সবমিলিয়ে পাকিস্তান ক্রিকেটে ফের ডামাডোল।