মুম্বই: বলিউড জয়ের পর প্রিয়ঙ্কা চোপড়ার মত তিনিও হলিউডে গিয়েছেন। কিন্তু দীপিকা পাড়ুকোন মনে করেন, তাঁদের মধ্যে তুলনা নিষ্প্রয়োজন কারণ জীবনে তাঁদের লক্ষ্য আলাদা। নিজের জন্য সম্পূর্ণ ভিন্ন জিনিস চান তাঁরা।

দীপিকা বলেছেন, তিনি ও প্রিয়ঙ্কা দুটি ভিন্ন জগতের মানুষ। তাই তাঁদের চাহিদাও ভিন্ন।



দর্শক কেমনভাবে নিয়েছেন তাঁর হলিউড ছবি ‘ট্রিপল এক্স’-কে? দীপিকা জানিয়েছেন, দর্শকের প্রতিক্রিয়া যথেষ্ট উষ্ণ। ছবি তো বটেই, তাঁর পারফরম্যান্সও সকলের ভাল লেগেছে।

এরপর তিনি ব্যস্ত হয়ে পড়বেন ‘পদ্মাবতী’-র শ্যুটিংয়ে।

উল্টোদিকে প্রিয়ঙ্কা জনপ্রিয় মার্কিন টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’-য় কাজের পর এখন ব্যস্ত তাঁর প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’ নিয়ে। ছবিতে নায়কের চরিত্রে রয়েছেন ডয়েন জনসন।