নটিংহ্যাম: বৃষ্টিতে ভেস্তে গিয়েছে নিউজিল্যান্ড ম্যাচ। যার ফলে শিখরের অবর্তমানে প্ল্যান বি কতটা কার্যকরি হবে, তা পরখ করে দেখার সুযোগই পেল না ভারত। হাতে সময় ৪৮ ঘণ্টা। তারপরই ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হবে ভারত। সেটাও চ্যাম্পিয়ন্স ট্রফি হারের বছর ২ পর। ভারত তৈরি। খাতায় কলমে এগিয়ে থেকেই চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নামবে তাঁরা। অন্যদিকে পাকিস্তানও প্রস্তুত তাঁদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে।


এই আবহেই নিজের দেশকে ‘এ প্লাস’ ক্রিকেট খেলার পরামর্শ দিয়ে রাখলেন সরফরাজদের প্রাক্তনী ওয়াকার ইউনিস। তিনি পাকিস্তানি ক্রিকেটারদের মনে করিয়ে দিলেন, বছর ২ আগের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কথা। একই সঙ্গে টনটনে অস্ট্রেলিয়া ম্যাচ থেকেও শিক্ষা নেওয়ার কথা বলেছেন তিনি।


প্রাক্তন পাক অধিনায়কের বক্তব্য, “বছর কয়েক আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ইতিবাচক দিকগুলো পাকিস্তান দলকে নিতে হবে। ইতিবাচক ভাবেই মাঠে নামতে হবে।” ওয়াকার ইউনিস পাক দলের কিছু খামতির কথাও তুলে ধরেছেন। নতুন বলে বিপক্ষের উইকেট তুলতে পারছেন না পাক বোলাররা। আর ভারতের মতো ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে প্রথম দশ ওভারে উইকেট না তুলতে পারলে যে বিপদে পড়তে হবে মিকি আর্থারের দলকে, তা পরিষ্কার বুঝিয়েও দিয়েছেন তিনি।





ওয়াকার প্রশংসা করেছেন পাক স্পিডস্টার মহম্মদ আমিরের। টনটনে ফিঞ্চ, ওয়ার্নার, স্মিথদের বিরুদ্ধে যেভাবে বল করেছে তা সত্যিই প্রশংসনীয়। যেখানে বাকি বোলাররা প্রতি ওভারে বাউন্ডারি খাচ্ছে, সেখানে দশ ওভার বল করে ২টি মেডেন নিয়ে ৩০ রান দিয়ে ৫টি উইকেট পেয়েছেন আমের। এমনই এ প্লাস পারফর্ম্যান্স ভারতের বিরুদ্ধেও চান ওয়াকার ইউনিস।


ভারতের বিরুদ্ধে দলে পরিবর্তনও চাইছেন এই প্রাক্তন পাক ক্রিকেটার। তাঁর মতে শোয়েব মালিকের মতো ক্রিকেটারকে বসিয়ে শাদাবের মতো তরুণ ক্রিকেটারকে দলে সামিল করা উচিত। এই বিষয়ে পাক দলের কোচ মিকি আর্থারের সঙ্গে কথাও বলেছেন তিনি। একই সঙ্গে পাকিস্তানকে শুরুর দিকে দেখে খেলার জন্যও পরামর্শ দিয়েছেন ওয়াকার। তাঁর কথায়, “একটা ম্যাচ হেরে পুরনো প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামা কখনই সহজ নয়। তবে ভারত অবশ্যই অস্ট্রেলিয়া ম্যাচের ওপর পর্যবেক্ষণ করবে। আমার মনে হয় পাক দলকে তাঁর মনোবল বাড়াতে হবে, আশা করি রবিবার তাঁরা নিজের সেরাটাই দেবে।”