লাহোর: বয়স ৩২। জন্ম লাহোরে। নাম আবিদ আলি। ডানহাতে ব্যাট করেন। আর বল হাতে তিনি লেগ স্পিনার। কিংবদন্তি সচিন তেন্ডুলকরের মতোই ক্রিকেটীয় বৈশিষ্ট্য রয়েছে তাঁর। উচ্চতা প্রায় একই। সচিনও ডানহাতি, আবিদও তাই। সচিন তাঁর ক্রিকেট জীবনে একাধিকবার লেগ স্পিন করে ভারতের পক্ষে ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত না হলেও সেই ক্ষমতা আছে পাকিস্তানি তারকারও। সম্প্রতি তিনি শিরোনামে উঠে এসেছেন তাঁর অবিশ্বাস্য পারফরম্যান্সের কারণে। পাকিস্তান ক্রিকেট দলের এই তারকা সেদেশের একমাত্র ক্রিকেটার যিনি ওয়ান ডে ও টেস্ট অভিষেকে শতরান করেছেন। একই সঙ্গে পরপর ২টি টেস্টে শতরান করার নজিরও তাঁর ঝুলিতে। এরপর আরও একটা শতরান জুড়তে পারলেই প্রাক্তন ভারত অধিনায় মহম্মদ আজাহারউদ্দিনকে ছুঁয়ে ফেলবেন তিনি।
১৯৮৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর তিনটি টেস্টে শতরান করেছিলেন আজহার। তাঁর সেই রেকর্ড এখনও অক্ষত। এরপর পাকিস্তানে বাংলাদেশ টেস্ট খেলতে তিনি যে সেই রেকর্ড ছোঁয়ার কথা ভাববেন তা নিজেই জানিয়েছেন আবিদ। পাকিস্তানের এই তারকা ওপেনার লাহোরে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সচিন তেন্ডুলকর তাঁর অনুপ্রেরণা। সচিনের মতো প্রায় একই উচ্চতার হওয়ায় শট বাছাইয়ের ক্ষেত্রে ভারতীয় কিংবদন্তীর ভিডিও তাঁকে অনেক সাহায্য করেছে। তবে তাঁর স্পষ্ট কথা, তিনি ‘পাকিস্তানি তেন্ডুলকর’ নামে পরিচিত হতে চান না।
প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিরুদ্ধে পরপর রাওয়ালপিন্ডি (১০৯) ও করাচি টেস্টে (১৭৪) শতরান করেন আবিদ। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে অভিষেকেও শতরান রয়েছে তাঁর।