নয়াদিল্লি: ৭১ বছরের খরা কাটিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম এশীয় দল হিসেবে অস্ট্রেলিয়ার মত ক্রিকেট শক্তিকে তাদের দেশে হারানোর কৃতিত্ব অর্জন করেছে বিরাট কোহলি বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও এক সময়ের সর্বজন শ্রদ্ধেয় ক্রিকেটার ইমরান খান ভারতীয় খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন।

ইমরান টুইটে লিখেছেন, অস্ট্রেলিয়াকে তাদেরই দেশে হারানোর কৃতিত্ব অর্জন করা প্রথম এশীয় দল ভারতীয় ক্রিকেট টিম ও বিরাট কোহলিকে শুভেচ্ছা।




ইমরানের সঙ্গে তাঁর সমসাময়িক ভারতীয় ক্রিকেটারদের সম্পর্ক রীতিমত উষ্ণ। গত বছর তিনি যখন পাক প্রধানমন্ত্রী পদে শপথ নেন, তখন আমন্ত্রণ জানান সুনীল গাওস্কর, কপিল দেব ও নভজ্যোত সিংহ সিধুকে। কপিল ও সুনীল না গেলেও সিধু গ্রহণ করেছিলেন সেই আমন্ত্রণ। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন তিনি।