করাচি: বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রভাব ক্রীড়াক্ষেত্রে পড়লেও, পাকিস্তান সুপার লিগের ম্যাচগুলি করাচিতে আয়োজন করার পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের অনেকেই এই পরিস্থিতিতে পিএসএল স্থগিত রাখার পক্ষে মতপ্রকাশ করেছেন। কিন্তু সেই আর্জিতে কান দিতে নারাজ পিসিবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করা হয়েছে।
করোনা ভাইরাসের জেরে আগামীকাল রঞ্জি ট্রফির শেষ দিন দর্শকদের মাঠে ঢুকতে দেওয়া হবে না। আইপিএল হতে পারে দর্শকশূন্য স্টেডিয়ামে। ১৮ মার্চ ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকার একদিনের ম্যাচেও দর্শকদের ঢুকতে দেওয়া হবে না বলে জানা গিয়েছে। ইতালির ফুটবল লিগ সিরি আ, জার্মানির ঘরোয়া লিগ বুন্দেশলিগাতেও দর্শকদের মাঠে ঢুকতে দেওয়া হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল লিগ এনবিএ স্থগিত রাখা হয়েছে। স্পেনের ফুটবল লিগ লা লিগাও ১৪ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানে টি-২০ লিগ বন্ধ রাখা হচ্ছে না।
পিসিবি কর্তারা জানিয়েছেন, যে দর্শকরা খেলা দেখতে আসবেন, তাঁদের ভাল করে হাত ধোয়া এবং করমর্দন, আলিঙ্গন এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি মুখপাত্র মুর্তাজা ওয়াহাব জানিয়েছেন, ‘পিএসএল-এর ম্যাচগুলির জন্য আমরা সবরকম সতর্কতা অবলম্বন করেছি। মানুষ যাতে ক্রিকেট উপভোগ করতে পারেন, সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। দর্শকদের শারীরিক পরীক্ষা করা হবে। তাঁরা যাতে হাত ধুয়ে তবেই মাঠে ঢুকতে পারেন, সেই ব্যবস্থাও করা হবে।’
করোনা ভাইরাসের আতঙ্ক সত্ত্বেও করাচিতে পাকিস্তান সুপার লিগের ম্যাচ আয়োজন করার পক্ষে পিসিবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Mar 2020 09:10 PM (IST)
পিসিবি কর্তারা জানিয়েছেন, যে দর্শকরা খেলা দেখতে আসবেন, তাঁদের ভাল করে হাত ধোয়া এবং করমর্দন, আলিঙ্গন এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -