করাচি: পুরনো স্মৃতি উস্কে দিল গ্যালারি। কাটা ঘায়ে যেন নুনের ছিটে। তিক্ত স্মৃতি মনে করাতেই মেজাজ হারালেন পাকিস্তানের প্রাক্তন পেসার। একটা সময় যাঁকে নিয়ে বলা হতো, ওয়াসিম আক্রমের পর এত বড় বোলার আসেনি পাকিস্তানে। তিনি, মহম্মদ আমির (Muhammed Amir)। গড়াপেটা কাণ্ডে জড়িয়েছিলেন। নির্বাসিত হয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। পরে অবশ্য তিনি মাঠেও ফেরেন। তবে আন্তর্জাতিক মঞ্চে আর সেভাবে আলো ছড়াতে পারেননি।
এবার মাঠেই তাঁকে শুনতে হল বক্রোক্তি। গড়াপেটা করার জন্য গ্যালারি থেকে উড়ে এল বিদ্রুপ। তাতে মেজাজ হারালেন আমির। ঘটনাটি রবিবার পাকিস্তান সুপার লিগে (PSL) লাহৌর কালান্দার্স বনাম কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স ম্যাচের। আমির খেলছিলেন কোয়েট্টার হয়ে। বাউন্ডারির লাইনের কাছে তিনি ফিল্ডিং করার সময় গ্যালারিতে বসে থাকা এক দর্শক 'ফিক্সার' বলে চিৎকার করতে শুরু করেন। ২০১০ সালে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল আমিরের বিরুদ্ধে। দোষ প্রমাণ হওয়ায় নির্বাসিত হতে হয়েছিল তাঁকে। আমির অবশ্য গ্যালারির বিদ্রুপ ভালভাবে নেননি। বুঝে যান যে, ওই দর্শক তাঁকেই নিশানা করে চিৎকার করছেন।
তবে গ্যালারির বিদ্রুপে মেজাজ হারান আমির। বেশ কয়েক বার 'ফিক্সার' চিৎকার শুনে আর নিজেকে সংযত রাখতে পারেননি আমির। সেই দর্শকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে দেখা যায় আমিরকে। উত্তেজিত ভাবে তাঁকে কিছু বলেন ৩১ বছরের পেসার। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, ওই দর্শকের দিকে উত্তেজিতভাবে আমির বলছেন, 'বাড়ি থেকে এসব শিখে আসো?'
ম্যাচে লাহৌরকে হারিয়ে প্লে অফে জায়গা করে নিয়েছে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। ম্যাচ জিতে উচ্ছ্বসিত আমির ঈশ্বরকে ধন্যবাদও জানিয়েছেন।
আরও পড়ুন: ধোনিকে পাঁচ-সাত বছর আগেই অবসর নিতে বলেছিলেন একজন, জানালেন ক্যাপ্টেন কুল নিজেই
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে