নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে আজিঙ্কা রাহানের জায়গায় রোহিত শর্মাকে খেলানো নিয়ে সমালোচনার মুখ পড়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে তিনটি ডাবল হানড্রেডের মালিক সাদা জার্সিতে সেভাবে সফল নন, বিশেষ করে বিদেশের মাটিতে। এ ব্যাপারে প্রাক্তন অস্ট্রেলিয় ব্যাটসম্যান ডিন জোন্স বলেছেন, রোহিতের প্রতিভা নিয়ে কোনও প্রশ্নই নেই। কিন্তু ডিফেন্সের দক্ষতার অভাবেই টেস্ট ক্রিকেটে মার খাচ্ছেন রোহিত।
কোহলির ১৫৩ রানের ইনিংস ছাড়া দক্ষিণ আফ্রিকা সফরের দুটি টেস্টে কোনও ভারতীয় ব্যাটসম্যানের পারফরম্যান্স পাতে দেওয়ার মতো নয়। প্রোটিয়া পেস আক্রমণের সামনে কার্যত কোনও প্রতিরোধই গড়তে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা।
রাহানের জায়গায় রোহিতকে সাম্প্রতিক ফর্মের নিরিখে খেলানো হয়েছে বলে যুক্তি দিয়েছিলেন কোহলি। কিন্তু অধিনায়কের আস্থার মর্যাদা দিতে পারেননি হিটম্যান। চারটি ইনিংসে তাঁর সংগ্রহর সাকুল্যে ৭৮ রান।
জোন্স বলেছেন, আমি ওকে দেখেছি। টেকনিকের দিক থেকে ঠিকই আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হল ডিফেন্স। আর এই ডিফেন্স দক্ষতার অভাবই ভোগাচ্ছে রোহিতকে।
জোন্স আরও বলেছেন, টেস্ট ক্রিকেটে ব্যাটিং ৭০ শতাংশই ডিফেন্সের ওপর নির্ভরশীল। একদিনের ক্রিকেটে সেই নির্ভরতা ৪০ শতাংশ। তাই একদিনের ক্রিকেটে সফল হলেও টেস্টে ডিফেন্সে দুর্বলতার কারণেই সাফল্য পাচ্ছেন না রোহিত। সুনীল গাওস্কর, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর ও এমনতি বিরাট কোহলির মতো রোহিতকেও ডিফেন্সে দক্ষতার ওপর গুরুত্ব দিতে হবে।
জোন্স মনে করছেন, ভারতের সঠিক দল বেছে নেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার মতো কঠিন সফরের প্রয়োজন। এ ধরনের সফরেই দেখে নেওয়া যেতে পারে, যে কে পারবে, কে পারবে না। একদিনের দলে রোহিতের ওপর ভারতের নির্ভরতা হয়ত বেশি। কিন্তু এ ধরনের সিরিজেই বোঝা যাবে, টেস্টের পক্ষে কে উপযুক্ত, কে উপযুক্ত নয়।
পরের সিরিজে বাদ পড়লে কোহলি ও বরি (শাস্ত্রী) বলতে পারবেন যে, তোমাকে তো আমরা সুযোগ দিয়েছিলাম।