কাল দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই
Web Desk, ABP Ananda | 11 Feb 2017 08:01 PM (IST)
বেঙ্গালুরু: দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। গতকালই শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিল ভারত। আজ ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠল পাকিস্তান। আগামীকাল ফাইনাল। আজ দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে এক উইকেট হারিয়ে ৩০৯ রান করে পাকিস্তান। জবাবে ৭ উইকেটে ১৬২ রান করে ইংল্যান্ড। ১৪৭ রানে জিতে ফাইনালে যায় পাকিস্তান। এই প্রতিযোগিতায় গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারত। ফাইনালে সেই হারের বদলা নেওয়ার সুযোগ থাকছে ভারতের সামনে।