দুবাই: পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। এবার সেটা নিয়মিত করার উদ্যোগ নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী মাসে করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচ খেলবে পাকিস্তান। এমনই জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান নজম শেঠি।
গত বছর লাহৌরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল অনুষ্ঠিত হয়। বিশ্ব একাদশের সফরে তিনটি টি-২০ ম্যাচ হয়। শ্রীলঙ্কাও একটি টি-২০ ম্যাচ খেলে পাকিস্তানের মাটিতে। এই ম্যাচগুলি নির্বিঘ্নে সম্পন্ন হওয়াতেই পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড করাচিতে ১, ২ ও ৪ এপ্রিল তিনটি টি-২০ ম্যাচ খেলার বিষয়ে সম্মতি জানিয়েছে। তার আগে এ মাসের ২০ ও ২১ তারিখ লাহৌরে পিএসএল-এর দু’টি প্লে-অফ ম্যাচ এবং ২৫ তারিখ করাচিতে পিএসএল ফাইনাল অনুষ্ঠিত হবে। এভাবেই আমরা করাচিকে ক্রিকেটের মানচিত্রে ফেরানোর পরিকল্পনা করেছি।’
পিসিবি চেয়ারম্যান আরও জানিয়েছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফরে শুধু টি-২০ ম্যাচই হবে। এছাড়া আমরা পাঁচ বছর ত্রিদেশীয় সিরিজ আয়োজন করার বিষয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনা চালাচ্ছি। প্রথম বছর পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে নিয়ে এই সিরিজ আয়োজন করতে চাইছি আমরা।’
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করাচিতে তিনটি টি-২০ ম্যাচ খেলবে পাকিস্তান
Web Desk, ABP Ananda
Updated at:
12 Mar 2018 07:37 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -