করািচ: সমস্ত ধরনের ক্রিকেট থেকে তিন বছরের নির্বাসনের সাজা বিতর্কিত পাক ব্যাটসম্যান উমর আকমলের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানোর ঘটনায় দায় স্বীকার করেন আকমল। এরপরই তাঁকে তিন বছরের নির্বাসনের সাজা দেন শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি ফজল-ই-মিরান চৌহান।
গত ২০ ফেব্রুয়ারি থেকে উমরের সাজা কার্যকর হয়েছে। দুর্নীতি দমন বিধি অনুসারে বোর্ড তাকে সাময়িকভাবে সাসপেন্ড করেছিল। ওই বিধি অনুসারে, ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে অবশ্যই তা জানাতে হবে।
পিসিবি-তে সংক্ষিপ্ত শুনানির পর শৃঙ্খলারক্ষা কমিটি তাদের সিদ্ধান্তের কথা ঘোষণা করে।
২০০৯-এ প্রথম টেস্টেই সেঞ্চুরি করে সাড়া ফেলেছিলেন উমর। কিন্তু সমগ্র কেরিয়ারে বারেবারেই শৃঙ্খলাভঙ্গজনিত সমস্যার মুখোমুখি হতে হয় তাঁকে। ফলে তাঁকে এর আগেও নির্বাসন ও জরিমানার মতো সাজা ভুগতে হয়েছে।
২০১৪-তে সিগন্যাল না মেনে গাড়ি চালানোর জন্য তাঁকে থামালে উমর এক ট্রাফিক কর্মীর সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। এজন্য তাঁকে গ্রেফতার করা হয়।
পাকিস্তানের হয়ে শেষবার গত বছর উমর খেলেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টি ২- ম্যাচে। দুই ম্যাচেই প্রথম বলেই আউট হন তিনি।
পাকিস্তানের হয়ে ১৬ টেস্ট, ১২১ একদিনের ম্যাচ ও ৮৪ টি ২০ ম্যাচ খেলেছেন উমর।