নয়াদিল্লি: মেয়েদের ‘অপরাধ, অন্যায়ের’ জন্যই মানব সমাজে নোভেল করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়েছে বলে বিস্ফোরক দাবি করে বিতর্কে জড়ালেন পাকিস্তানের শীর্ষস্থানীয় ধর্মগুরু মৌলানা তারিক জামিল। টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইমরান খানের উপস্থিতিতেই জামিল এমন অভিমত জানান। ইমরান তাকিয়ে থাকেন।
খবরে প্রকাশ, জামিল দেশে করোনাভাইরাস ছড়ানোর জন্য় ‘প্রায়ই যে মেয়েরা স্বল্পবসনে থাকে’, তাদের দোষী সাব্যস্ত করেন। ওই মেয়েদের নিন্দা করে তাদের এমন আচরণই দেশে অভিশাপ ডেকে এনেছে বলে মন্তব্য করেন তিনি। মিথ্যে ছড়ানোর অভিযোগে কাঠগড়ায় তুলে মিডিয়ারও নিন্দা করেন জামিল, যদিও মুখ ফসকে কথাটা বেরিয়ে গিয়েছে বলে ক্ষমা চেয়ে নেন পরে। কিন্তু মেয়েদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ বা ক্ষমাপ্রার্থনা, কোনওটাই করেননি তিনি।


পাকিস্তানের মানবাধিকার কমিশন মেয়েদের সম্পর্কে এমন অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ করে বলেছে, কোভিড-১৯ সংক্রমণের সঙ্গে পরোক্ষে মেয়েদের ‘সতীত্ব’-কে জড়িয়ে মৌলানা তারিক জামিলের সাম্প্রতিক বক্তব্যে কমিশন স্তম্ভিত। এমন একপেশে অভিযোগ মেনে নেওয়া যায় না, এবং তা যখন প্রকাশ্যে টেলিভিশনের পর্দায় দেখানো হয়, তখন নারীবিদ্বেষ যে সমাজের কতটা গভীরে ঢুকে আছে, সেটাই প্রকট হয়।
পাকিস্তানের নামী সংবাদপত্র ডন এর সম্পাদকীয়তে লেখা হয়েছে, এধরনের মন্তব্য উদ্বেগজনক এবং তা এরকম একটা হাইপ্রোফাইল মঞ্চ থেকে বিনা বিরোধিতা, আপত্তিতে সম্প্রচারিতও হয়। ওই ধর্মগুরুর অমন আপত্তিকর মন্তব্যের ভুল ধরিয়ে না দেওয়াটাও লজ্জার, বলেছে সংবাদপত্রটি।
প্রসঙ্গত, পাকিস্তানেও করোনাভাইরাস অতিমারীর সংক্রমণ পর্বে লকডাউন বা নিষেধাজ্ঞার জন্য় চার দেওয়ালের ভিতরে মেয়েরা বেশি সময় থাকতে বাধ্য হওয়ায় পারিবারিক হিংসার ঘটনা বেড়ে গিয়েছে।