লন্ডন: পাকিস্তানের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের খেলতে নামার ঠিক দুদিন আগে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে। তিন ক্রিকেটার সহ দলের জন করোনা পজিটিভ হয়েছেন। 


ক্রিকেটারদের আইসোলেশনে পাঠানো হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে বেন স্টোকসের নেতৃত্বে নতুন স্কোয়াড গঠন করা হয়েছে। এমনটাই জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস্ ক্রিকেট বোর্ড। 


করোনার থাবা এবার ইংল্যান্ডের ক্রিকেট দলে। ইংল্যান্ড ক্রিকেট দলের তিন খেলোয়াড় ও চার জন স্টাফ সদস্যর করোনা টেস্ট পজিটিভ এসেছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) মঙ্গলবার এ কথা জানিয়েছে। 


ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ব্রিস্টলে দলের সদস্যদের পিসিআর টেস্ট করা হয়। এই টেস্টে ইংল্যান্ডের একদিনের দলের তিন খেলোয়াড় ও ম্যানেজমেন্ট টিমের চার সদস্যের রিপোর্ট পজিটিভ এসেছেন। 


ইসিবি সিইও টম হ্য়ারিসন জানান, ডেল্টা ভেরিয়েন্টের প্রাদুর্ভাব ও বায়ো-সিকিওর পরিবেশ থেকে বেরিয়ে আসার ফলে সংক্রমণের সম্ভাবনা বাড়তে পারে বলে সন্দেহ ছিলই। 


ইংল্যান্ড সরকারের কোয়ারেন্টাইন প্রোটোকল অনুসারে, করোনা আক্রান্তদের ৪ জুলাই থেকে সেল্ফ আইসোলেশনে রাখা হয়েছে। 


দলের বাকি সদস্যদেরও আক্রান্তকের ঘনিষ্ঠ সংস্পর্শে আসার কারণে আইসোলেট রাখা হয়েছে। আগামী ৮ জুলাই থেকে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার কথা।


রবিবারই, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা করেছিলেন, আগামী ১৯ জুলাই থেকে কোভিড লকডাউন সংক্রান্ত যাবতীয় নিষেধাজ্ঞা শেষ হবে। 


এমনকী, তিনি এও জানিয়েছিলেন, বাধ্যতামূলক মাস্ক পরা ও ইন্ডোর-আউটডোর ক্রীড়াক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল, তাও আর থাকবে না। ঠিক তাঁর ২৪-ঘণ্টার মধ্যেই ইংল্যান্ড টিমে হানা দিল করোনা। 


প্রসঙ্গত, পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি করে একদিনের ম্যাচ ও টি২০ খেলার কথা ইংল্যান্ডের। প্রথম একদিনের ম্যাচ শুরু হওয়ার কথ ৮ তারিখ। অয়েন মর্গানের নেতৃত্বাধীন দল সম্প্রতি ঘরের মাঠে শ্রীলঙ্কাকে একদিন ও টি২০ সিরিজ হারিয়েছে।


হ্যারিসন জানিয়েছেন, পাকিন্তানের বিরুদ্ধে সিরিজ বাতিল হচ্ছে না। পূর্বঘোষণা মতোই হবে। পরিবর্তিত পরিস্থিতিতে চোট থেকে সম্প্রতি সেরে ওঠা বেন স্টোকস নতুন দলকে নেতৃত্ব দেবেন। নতুন দল শীঘ্রই ঘোষণা করা হবে।