কলকাতা: ভারতে প্রথম ৫ জি ফোন ক্রয়ের ক্ষেত্রে বড়সড় ছাড় মিলছে। ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে Realme Days Sale –এ  Realme X50 Pro 5G তে প্রায় ১৭ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। গতকাল থেকে শুরু হয়েছে এই সেল। সেখানে দামে বড়সড় ছাড় সহ এই ফোন তালিকাভূক্ত করা হয়েছে। অপেক্ষাকৃত কম দামে স্মার্টফোন কিনতে চাইলে সেক্ষেত্রে এটি একটি বিকল্প হতে পারে। ক্রেতারা রিয়েলমির ওয়েবসাইট ও ফ্লিটকার্টের মাধ্যমে এই ফোন কিনতে পারেন। দেখে নেওয়া যাক-এই ফোনের দাম, অফার ও স্পেসিফিকেশন। 


দাম ও অফার
Realme X50 Pro 5G স্মার্টফোনে ১৭,০০০ টাকার তাৎক্ষণিক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ফোন কিনলে মিলবে অতিরিক্ত ১০ শতাংশ ডিসকাউন্ট। Realme X50 Pro 5G তিন ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এর 6GB RAM ও 128GB ইন্টারন্যাল স্টোরেজ সম্পন্ন ভ্যারিয়েন্টের দাম ৩৭,৯৯৯ টাকা। 8GB RAM 128GB ইন্টারন্যাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। আর 12GB RAM ও 256 GB ইন্টারন্যাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৪,৯৯৯ টাকা। এর টপ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টের সেলে ৩০,৯৯৯ টাকায় মিলছে। 


স্পেসিফিকেশন
Realme-র নয়া X50 Pro 5G স্মার্টফোনে 6.44 ইঞ্চির ডুয়েল পাঞ্চ-হোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রিফ্রেস রেট 90Hz। এর স্ক্রিন-টু-বডি রেশিও ৯২ শতাংশ পর্যন্ত দেওয়া হয়েছে। কোম্পানি এর ডিসপ্লে ও ব্যাক প্যানেলে 3D AG মাল্টি লেয়ার প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 SoC প্রোসেসর। এই ফোন অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক Realme UI 1.0 তে রাজ করে। এই ফোনে হাই এফিসিয়েন্সি ভিসি লিকুইড কুলিং প্রযুক্তির ব্যবহার করা হয়েছে, যা গরম হয়ে ওঠা আটকাতে সাহায্য করে। 


ক্যামেরা ও ব্যাটারি
ফটোগ্রাফির জন্য এই ফোনের রিয়ারে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে जिसमे 64MP+ 12MP+8MP একটি B&W লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য রয়েছে ডুয়াল পাঞ্চ হোল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যাতে রয়েছে 32MP+8MP সেন্সর। ফোনে রয়েছে 4,300mAh ডুয়াল সেল ব্যাটারি, যা 65W সুপারডার্ট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।