কলম্বো: আগেই ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত (Team India)। এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে পরপর দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে ঘায়েল করে। বাংলাদেশের বিরুদ্ধে এখনও ম্যাচ বাকি রোহিত শর্মাদের। তবে আরও গুরুত্বপূর্ণ বৃহস্পতিবারের পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ। কলম্বোর ম্যাচ থেকেই নির্ধারিত হয়ে যেতে পারে, রবিবারের ফাইনালে কারা হবে ভারতের প্রতিপক্ষ।


এখনও পর্যন্ত সুপার ফোর পর্বে পাকিস্তান ও শ্রীলঙ্কা (Pakistan vs Sri Lanka)- দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। ধরেই নেওয়া হচ্ছে যে, বৃহস্পতিবারের ম্যাচে যে দল জিতবে, তারাই রবিবার ফাইনালে ভারতের মুখোমুখি হবে। সুপার ফোর পর্বে পাকিস্তান ও শ্রীলঙ্কা - দুই দলের ঝুলিতেই রয়েছে ২ পয়েন্ট করে। ভারত ইতিমধ্যেই ৪ পয়েন্ট পেয়ে গিয়েছে। বৃহস্পতিবার পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে যে দল জিতবে, ৪ পয়েন্ট পেয়ে ভারতের বিরুদ্ধে ট্রফির যুদ্ধে নামবে।


কিন্তু বৃহস্পতিবারের ম্যাচে বৃষ্টি হলে কী হবে?


যদি বাবর আজ়মদের সঙ্গে দাসুন শনাকাদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। সেক্ষেত্রে ফাইনালে পৌঁছে যাবে শ্রীলঙ্কা। কীভাবে?


ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে শ্রীলঙ্কা ও পাকিস্তান - দুই দলেরই পয়েন্ট হবে ৩। কিন্তু শ্রীলঙ্কার রান রেট তুলনামূলকভাবে ভাল। ভারতের কাছে তারা হারলেও, পাকিস্তান আরও বড় ব্যবধানে হেরেছিল। তাই নেট রান রেটে বেশ পিছিয়ে বাবররা। ভারতের কাছে ৪১ রানে হারলেও তাই সুবিধাজনক জায়গায় শ্রীলঙ্কা। বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেলে সুবিধা তাই শ্রীলঙ্কার।


কাদের ম্যাচ?


এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও শ্রীলঙ্কা


কোথায় খেলা?


খেলাটি হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে


কখন শুরু ম্যাচ?


খেলাটি শুরু হবে দুপুর ৩টে থেকে,  টস হবে ২.৩০-এ


কোথায় দেখবেন ম্যাচ?


টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে


অনলাইন স্ট্রিমিং


টিভির সামনে বসার সুযোগ না থাকলেও দেখতে পাবেন পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ। স্মার্টফোনে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে লাইভ স্ট্রিমিং দেখা যাবে ম্যাচের                                                    


আরও পড়ুন: অধিনায়ক সুনীলই, সন্দেশ-গুরপ্রীতকে ছাড়ল না ক্লাব, এশিয়ান গেমসের দলে কারা সুযোগ পেলেন?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial