ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান
Web Desk, ABP Ananda | 28 Sep 2016 05:45 PM (IST)
আবু ধাবি: বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করল পাকিস্তান। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে এই প্রথম কোনও দলের বিরুদ্ধে সিরিজের সব ম্যাচেই জয় পেল পাকিস্তান। আবু ধাবিতে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। মার্লন স্যামুয়েলস অপরাজিত ৪২ রান করেন। গত দুটি ম্যাচের মতো এই ম্যাচেও তিন উইকেট নেন পাকিস্তানের বাঁ হাতি স্পিনার ইমাদ ওয়াসিম। জবাবে ব্যাট করতে নেমে ১৫.১ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। শোয়েব মালিক অপরাজিত ৪৩ এবং বাবর আজম অপরাজিত ২৭ রান করেন। শুক্রবার থেকে দু দলের তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হচ্ছে।