ইসলামাবাদ: বিতর্কিত ঘটনার সাক্ষী থাকল পাকিস্তান ক্রিকেট। তাঁর বলে ক্যাচ মিস করায় সতীর্থ কামরান গুলামকে সপাটে চড় মেরে বসলেন পাকিস্তানের জাতীয় দলের তারকা হ্যারিস রউফ। পাকিস্তান সুপার লিগে খেলা চলছিল পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স-এর মধ্যে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


নতুন বিতর্ক বাঁধিয়ে বসলেন লাহৌর কালান্দার্সের হ্যারিস রউফ। ক্যাচ মিস করায় সতীর্থ কামরান গুলামের গালে চড় কষালেন তারকা পেসার। সেলিব্রেশনের সময় এমন ঘটনা অনেকের চোখ এড়ালেও রউফের শরীরি ভাষাতেই স্পষ্ট ছিল যে, বন্ধুত্বপূর্ণ মজা ছিল না মোটেও।


লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে পেশোয়ার জালমি ও লাহৌর কালান্দার্সের মধ্যে ম্যাচ চলছিল। টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পেশোয়ার। ইনিংসের ১.২ ওভারে হ্যারিস রউফের বলে হজরতউল্লাহ জাজাইয়ের ক্যাচ মিস করেন কামরান গুলাম। সেই ওভারের পঞ্চম বলে হ্যারিস রউফ আউট করেন মহম্মদ হ্যারিসকে।


ফাওয়াদ আহমেদ বাউন্ডারি লাইনে মহম্মদ হ্যারিসের ক্যাচ ধরেন। উইকেট পাওয়ার পর বাকি সতীর্থদের সঙ্গে রউফকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন কামরান গুলামও। ঠিক তখনই সামনে পেয়ে তাঁকে চড় কষিয়ে দেন রউফ।


শেষ পর্যন্ত সুপার ওভারে ম্যাচ হারতে হয় লাহৌরকে। প্রথমে ব্যাট করে পেশোয়ার জালমি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে লাহৌরও ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৮ রানে আটকে যায়। সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে লাহৌর ওয়াহাব রিয়াজের বলে মাত্র ৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে অভিজ্ঞ শোয়েব মালিক শাহিন আফ্রিদির প্রথম ২ বলে জোড়া বাউন্ডারি মেরে পেশোয়ারের জয় নিশ্চিত করেন।






রউফ গোটা ঘটনার জন্য অনুতপ্ত হলেও সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। অনেক ক্রিকেট সমর্থকই রউফের শাস্তি চেয়ে সরব হয়েছেন। ম্যাচ সুপার ওভারে জিতে নেয় পেশোয়ার জালমি। রউফকে ম্যাচ রেফারি আলি নকভি সতর্ক করেন। হ্যারিস রউফ ৩৬ রানে ৪ উইকেট দখল করেন। তবে এই ঘটনা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।