ভাড়া নিতে অস্বীকার ভারতীয় ট্যাক্সিচালকের, পাল্টা নৈশভোজে আমন্ত্রণ জানালেন পাক ক্রিকেটাররা
Web Desk, ABP Ananda | 25 Nov 2019 05:43 PM (IST)
ওই ট্যাক্সিচালকই এই ঘটনার কথা জানান অস্ট্রেলিয়ার একটি রেডিও চ্যানেলের উপস্থাপক অ্যালিসন মিচেলকে। তিনি আবার ঘটনাটি জানান অস্ট্রেলিয়ার প্রাক্তন বাঁ হাতি পেসার মিচেল জনসনকে।
ব্রিসবেন: অস্ট্রেলিয়া সফররত পাকিস্তানি ক্রিকেটারদের হোটেল থেকে রেস্তোরাঁয় নিয়ে যাওয়ার পর ভাড়া নিতে অস্বীকার করলেন এক ভারতীয় ট্যাক্সিচালক। পাল্টা সৌজন্য দেখিয়ে তাঁকে নৈশভোজে আমন্ত্রণ জানালেন পাকিস্তানি ক্রিকেটাররা। ওই ট্যাক্সিচালকই এই ঘটনার কথা জানান অস্ট্রেলিয়ার একটি রেডিও চ্যানেলের উপস্থাপক অ্যালিসন মিচেলকে। তিনি আবার ঘটনাটি জানান অস্ট্রেলিয়ার প্রাক্তন বাঁ হাতি পেসার মিচেল জনসনকে। অ্যালিসন জানিয়েছেন, তাঁকে গাব্বায় নিয়ে যাওয়ার পথে ওই ভারতীয় ট্যাক্সিচালক জানান, তিনি পাকিস্তানের তিন ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি, ইয়াসির শাহ ও নাসিম শাহকে ব্রিসবেনের হোটেল থেকে একটি ভারতীয় রেস্তোরাঁয় নিয়ে যান। তাঁদের কাছ থেকে ভাড়া নেননি। এরপর ওই পাক ক্রিকেটাররা তাঁকে নৈশভোজে আমন্ত্রণ জানান। মাঠের বাইরে সৌজন্য-পাল্টা সৌজন্যের নজির দেখালেও, চলতি অস্ট্রেলিয়া সফরে অবশ্য এখনও পর্যন্ত ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি পাকিস্তানের ক্রিকেটাররা। প্রথম টেস্টে ইনিংসে হেরে গিয়েছে পাকিস্তান। দ্বিতীয় টেস্ট শুরু হবে শুক্রবার থেকে।