জোহানেসবার্গ: আন্তর্জাতিক টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান জেপি ডুমিনি। সংবাদমাধ্যমকে ৩৩ বছরের এই ক্রিকেটার জানিয়েছেন, সীমিত ওভারের ক্রিকেটে বেশি করে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার ২১১ রানে হারের পর ডুমিনি প্রথম একাদশ থেকে বাদ পড়েন। ওভালে তৃতীয় টেস্টের আগে দেশে ফিরে আসেন তিনি।
ডুমিনি জানিয়েছেন, অনেক দিন ধরে ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করতে পারার জন্য নিজেকে ভাগ্যবান অ্যাখা দিয়েছেন তিনি।
২০০৮-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ৪৬ টেস্টে ২০১৩ রান করেছেন তিনি। তাঁর কেরিয়ারে রয়েছে ছয়টি সেঞ্চুরি ও আটটি হাফসেঞ্চুরি।
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও একদিনের ম্যাচ ও টি ২০ খেলবেন তিনি।
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন জেপি ডুমিনি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Sep 2017 02:07 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -