লাহৌর: ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। মঙ্গলবার পাক ক্রিকেট বোর্ডের তরফে এই খবর জানানো হয়েছে। এর ফলে, চার বছর পর্যন্ত নির্বাসিত হতে পারেন এই ক্রিকেটার বলে জানা গিয়েছে।


প্রসঙ্গত, গত এপ্রিলে ঘরোয়া প্রতিযোগিতা চলাকালীন ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের ডোপ পরীক্ষা করা হয়েছিল। সম্প্রতি, তার রিপোর্ট এসেছে। তাতে শেহজাদের নমুনায় নিষিদ্ধ পদার্থ মিলেছে।


গত বছরের মাঝামাঝিতে ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই টেস্ট দল থেকে বাদ পড়েন শেহজাদ। এমনকী, গত অক্টোবর মাস থেকে একটিও একদিনের আন্তর্জাতিক ম্যাচে দেখা যায়নি এই ক্রিকেটারকে।


গতমাসে দেশের হয়ে দুটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে খেলেছিলেন শেহজাদ। রান করেছিলেন যথাক্রমে ১৪ ও ২৪। কিন্তু, জিম্বাবোয়তে সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলেননি।


প্রসঙ্গত, অতীতে ডোপ পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন পাকিস্তানের একাধিক ক্রিকেটার। এর আগে, ২০০৬ সালে দুই পাক বোলার শোয়েব আখতার ও মহম্মদ আসিফও ডোপিংয়ের দায়ে ধরা পড়েছিলেন।


কিন্তু, সেই সময় আইসিসি-র নিয়ম এখনকার মতো কঠোর না হওয়ায়, তাঁরা ছাড় পেয়ে যান। দুই ক্রিকেটারের ডোপ-পরীক্ষা স্থগিত করে দেয় ট্রাইব্যুনাল।


পরবর্তীকালে, ২০১৫ সালে নিয়ম বদলের ফলে, পাক স্পিনার রাজা হাসানকে ডোপিংয়ের দায়ে ২ বছরের নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়। এর পাশাপাশি, দুই পাক স্পিনার – ইয়াসির শাহ ও আব্দুর রহমানও সাময়িক নিষেধাজ্ঞার সম্মুখীন হন। সেই তালিকায় নতুন সংযোজন আহমেদ শাহজাদ।