মুম্বই: বর্তমান ক্রিকেট বিশ্বে অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি নিজেকে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করেছেন। তিন ফর্ম্যাটের ক্রিকেটেই ব্যাট হাতে তাঁর দাপট সারা বিশ্বেই ক্রিকেট অনুরাগীদের মুগ্ধ করেছে। ক্রিকেটের কিংবদন্তী ব্যাটসম্যানদের সঙ্গেও তাঁর তুলনা করা হচ্ছে।
সম্প্রতি পাক ক্রিকেটার বাবর আজমের ব্যাটিং দক্ষতার জন্য তাঁকে কোহলির সঙ্গে তুলনা করেন পাকিস্তান দলের কোচ মিকি আর্থার। ব্যাটিং দক্ষতা ও ধারাবাহিকতার কথা মাথায় রেখে আজমের সঙ্গে কোহলির তুলনা করেন আর্থার।
এ ধরনের তুলনায় কিছুটা অস্বস্তিতে আজম। ২৩ বছরের এই ব্যাটসম্যান বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানের সঙ্গে নিজের তুলনায় একেবারেই নারাজ।
আজম বলেছেন, কোচ আমার সঙ্গে এক বড় খেলোয়াড়ের তুলনা করেছেন। এরকম তুলনা করা উচিত নয়। কিন্তু এটা সম্পূর্ণভাবে কোচের মতামত। হয়ত কেরিয়ারের শুরুতে আমার পরিসংখ্যান কোহলির মতো। কিন্তু কোহলি বর্তমানে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। আমিও সর্বোচ্চ পর্যায়ে পাকিস্তানের হয়ে ভালো খেলতে চাই।
পাক দলের সহ অধিনায়ক জানিয়েছেন, কেরিয়ারের শুরুতে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সকে অনুসরণ করতেন তিনি। অনুশীলনের সময় ডিভিলিয়ার্সের মতো শট খেলার চেষ্টা করতেন।
আজম বলেছেন, কেরিয়ারের শুরুতে ডিভিলিয়ার্সের ব্যাটিং দেখতে খুব ভালো লাগত। তাঁকে অনুসরণ করতাম। তাঁর অনুকরণও করেছি। নেটে ডিভিলিয়ার্সের মতো কয়েকটা শট অনন্ত খেলার চেষ্টা করতাম। এখন আমি কোহলি ও হাসিম আমলা এবং সেই সঙ্গে ডিভিলিয়ার্সকে অনুসরণ করি।
উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও কোহলির সঙ্গে আজমের তুলনা করা হয়েছে। তবে এ ধরনের তুলনায় যেতে তিনি নারাজ। আজম জানিয়েছেন, দলকে নয়া উচ্চতায় পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
তিনি বলেছেন,আমি আলাদা, কোহলি আলাদা। পাকিস্তানের হয়ে ভালো খেলাটাই আমার লক্ষ্য।
পাকিস্তানের বিরাট কোহলি? কোচ মিকি আর্থারের তুলনার জবাব বাবর আজমের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Dec 2017 10:48 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -