এই সিরিজের সেরা সম্পদ পাণ্ড্য, বলছেন বিরাট
Web Desk, ABP Ananda | 02 Oct 2017 08:52 AM (IST)
নাগপুর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবার শেষ হওয়া একদিনের সিরিজে ভারতীয় দলের সেরা সম্পদ অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। এমনই মনে করছেন অধিনায়ক বিরাট কোহলি। ২২২ রান করে এবং ৬ উইকেট নিয়ে এই সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাণ্ড্য। তাঁর এই পারফরম্যান্স সম্পর্কে বিরাট বলেছেন, ‘হার্দিক পাণ্ড্য এই সিরিজের সবচেয়ে বড় সম্পদ। অধিনায়ক হিসেবে দল নির্বাচন নিয়ে দ্বিধা, চিন্তা সবসময় ভাল। কারণ, অনেকজন ভাল ক্রিকেটারের মধ্যে থেকে সেরা ১১ জনকে বেছে নেওয়া সবচেয়ে ভাল।’ এই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো দুই পেসার ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহরও প্রশংসা করেছেন বিরাট। তিনি বলেছেন, ‘ভুবি ও বুমরাহ দারুণ খেলেছে। উমেশ (যাদব) ও (মহম্মদ) শামি যখন খেলার সুযোগ পেয়েছে, তখন ওরাও ভাল পারফরম্যান্স দেখিয়েছে। মাঝের ওভারগুলিতে দুই রিস্ট স্পিনারও (কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল) দারুণ পারফরম্যান্স দেখিয়েছে।’ বিরাটের নেতৃত্বে ভারতীয় দল টানা ৬টি দ্বিপাক্ষিক সিরিজ জিতল। অস্ট্রেলিয়াকে ৪-১ হারানোর পর ভারতের অধিনায়ক বলেছেন, ‘আমরা চারটি ম্যাচেই চাপের মুখে জয় ছিনিয়ে নিয়েছি। এই সিরিজে দলের জন্য অনেক ইতিবাচক দিক রয়েছে। ভাল খেলেই দল জিতেছে। এই জয়ের পিছনে টিম ম্যানেজমেন্টের বড় ভূমিকা আছে। আগেই সিরিজ জিতে যাওয়ার পরেও ক্রিকেটাররা শেষ ম্যাচে নিজেদের অনুপ্রাণিত করতে পেরেছে। আমার মনে হয়, এটা ওদের স্বভাব হয়ে গিয়েছে।’ পাণ্ড্য বলেছেন, ‘আমার খেলায় উন্নতির যথেষ্ট অবকাশ রয়েছে। আমি সবসময় মনে করি, প্রতিদিন উন্নতি করতে পারি। সব ম্যাচে ফিট থাকা সহজ নয়। তাই ফিটনেসের উন্নতির জন্য পরিশ্রম করছি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলে ভাল লেগেছে। আমি অনেককিছু শিখতে পেরেছি।’ সিরিজের শেষ ম্যাচে ১০৯ বলে ১২৫ রানের অসাধারণ ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হওয়া রোহিত শর্মা বলেছেন, ‘যেদিন থেকে ওপেনার হিসেবে ব্যাট করা শুরু করেছি, আমি সহজভাবে খেলার চেষ্টা করি। আমি নিজের শক্তি ও দুর্বলতা জানি। সেই অনুযায়ী খেলার চেষ্টা করি। কয়েকটি বিষয়ে উন্নতি করতে হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে সবসময় ভাল লাগে। ওরা সবসময় লড়াই করে। ওদের বিরুদ্ধে সহজে জেতা যায় না।’