পাণ্ড্য, রাহুলের ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত, বলছেন শাস্ত্রী
Web Desk, ABP Ananda | 13 Mar 2019 07:18 PM (IST)
নয়াদিল্লি: একটি টেলিভিশন শোয়ে মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করলেও, ভারতীয় ক্রিকেট দলের দুই সদস্য হার্দিক পাণ্ড্য ও লোকেশ রাহুলের পাশেই দাঁড়ালেন প্রধান কোচ রবি শাস্ত্রী। তিনি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘যা হয়েছে তা থেকে পাণ্ড্য ও রাহুলকে অনেক কিছু শিখতে হবে। এটা একদিকে ভাল। সবাই ভুল করে। তার জন্য সাজাও পেতে হয়। কিন্তু সেটাই পৃথিবীর শেষ নয়। এই ধরনের অভিজ্ঞতা খেলোয়াড়দের আরও বুদ্ধিমান, কঠিন ও শক্তিশালী হয়ে ফিরতে সাহায্য করে।’ বিদেশ সফরে স্ত্রী ও বান্ধবীদের নিয়ে যাওয়ার বিষয়ে ক্রিকেটারদের সঙ্গে বিসিসিআই কর্তাদের মতপার্থক্য নিয়ে প্রশ্নের জবাবে শাস্ত্রী বলেছেন, ‘খেলোয়াড়রা জানে, এর ফলে যদি তাদের পারফরম্যান্সে প্রভাব পড়ে, ওরা সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে। ওরা দেশের বাইরে এত বেশি সময় কাটায়, বাস্তবটা বুঝতে হবে। তবে হ্যাঁ, বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় যখন ক্রিকেটারদের ২৪ ঘণ্টাই খেলায় মন দিতে হয়, তখন বিষয়টি আলাদা।’