হার্দিকের উপস্থিতি দলের ফাঁকফোকর ভরাট করে: গাওস্কর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Jan 2019 08:42 PM (IST)
মাউন্ট মাউনগানুই: ভারতের একদিনের দলে হার্দিক পান্ড্যর প্রত্যাবর্তনকে স্বাগত জানালেন ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাওস্কর। বললেন, হার্দিকের উপস্থিতি দলে যেটুকু ফাঁকফোকর আছে, তা ঢেকে দেবে। টেলিভিশন অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্যের জন্য বর্তমানে তদন্তের মুখে পড়েছেন হার্দিক। গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের প্রথম একাদশে ছিলেন হার্দিক। ব্যাটিংয়ের সুযোগ পাননি। কিন্তু বল হাতে দুটি উইকেট নেওয়ার পাশাপাশি একটা দুরন্ত ক্যাচও নিয়েছেন তিনি। গাওস্কর বলেছেন, ও খুবই ভালো ক্রিকেটার। টিম ম্যানেজমেন্ট ওকে দলে চায়। কারণ, যেটুকু ফাঁকফোকর রয়েছে, তা ও ঢেকে দেয়। ও থাকায় দলে ভারসাম্য আসে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বলেছেন, হার্দিক খুব ভালো লাইনে বল করে।ও বাউন্সারকে খুব কার্যকরীভাবে ব্যবহার করতে পারে। মাঠে ও খুবই উজ্জীবিত পারফর্ম করে। এর সঙ্গে ও দুর্দান্ত ফিল্ডার। কয়েকটা অসম্ভব ক্যাচ ও দুর্দান্ত রান আউট করতে পারে ও। তারওপর ব্যাট ও বল হাতে কার্যকরী ভূমিকা নেয় হার্দিক। বিতর্কিত মন্তব্যের জন্য চলতি মাসের গোড়ায় অস্ট্রেলিয়া থেকে হার্দিক ও কেএল রাহুলকে দেশে ফিরিয়ে আনা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের সাসপেন্ডও করা হয়। কিন্তু গত সপ্তাহে বিসিসিআইয়ের প্রশাসকদের কমিটি অন্তর্বর্তী সাসপেনসন প্রত্যাহার করে। এবার তাদের ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত নেবেন অম্বুডসম্যান। তাঁকে নিয়োগ করবে সুপ্রিম কোর্ট।