বিরাট কোহলি ‘অবিশ্বাস্য প্লেয়ার’, যেখানেই দেখা হবে, ওঁর উইকেট নিতে চাই, বললেন ইংল্যান্ডের টম কুরান
Web Desk, ABP Ananda | 29 Jan 2019 06:30 PM (IST)
সিডনি: বিরাট কোহলিকে ‘অবিশ্বাস্য প্লেয়ার’ বললেন ইংল্যান্ডের তরুণ ফাস্ট বোলার টম কুরান। আইসিসি আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের নির্ঘন্ট ঘোষণার পর কুরান মিডিয়ার কাছে ভারত অধিনায়ক সম্পর্কে এই মন্তব্য করেন। নির্ঘন্ট অনুসারে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান, ভারত একই গ্রুপে রয়েছে। ২০২০-র ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে আইসিসি টি-২০ বিশ্বকাপ। ১ নভেম্বর মেলবোর্নে মুখোমুখি হবে ভারত, ইংল্যান্ড। ভবিষ্যতে যেখানেই ভারত, ইংল্যান্ডের দেখা হবে, তিনি বিরাটের মহামূল্যবান উইকেটটি ঝুলিতে পুরতে চাইবেন বলে জানিয়েছেন কুরান। কিন্তু বিরাটকে কীভাবে তিনি আউট করার আশা করছেন, প্রশ্ন করা হলে ২৩ বছর বয়সি ডানহাতি পেসারের উত্তর, অবশ্যই নো বলে নয়। দেখব কী করা যায়। ও এক অবিশ্বাস্য খেলোয়াড়। মহিলা টি-২০ বিশ্বকাপের পরই হবে পুরুষদের টি-২০। কুরান এই দীর্ঘ অপেক্ষায় থাকতে রাজি নন। বলেছেন, সব খেলাগুলি এতই আকর্ষণীয় হবে, দর্শকরা এতই রঙিন যে তাতে সামিল হতে পারাটাই চমত্কার ব্যাপার। অস্ট্রেলিয়ায় টি-২০ খেলছি, এটা যেন বিশ্বাসই হয় না। এখানে ২০১৫-র ৫০ ওভাপের বিশ্বকাপ ঘিরে উন্মাদনা মনে আছে। দুনিয়ার সবচেয়ে অবাক করে দেওয়া স্টেডিয়ামের কয়েকটা আছে অস্ট্রেলিয়ায়। বিগ ব্যাস সিজনে সেটা উপভোগ করা আমার কাছে বিরাট ব্যাপার।