দোহা: ভারতীয় হিসাবে বিলিয়ার্ডস ও স্নুকারে তিনি নতুন নজির গড়েছেন। কিন্তু পঙ্কজ আডবাণী (Pankaj Advani) যেন থেমে থাকতে নারাজ। সাফল্যের খিদে তাঁর এখনও আগের মতোই।
ফের একবার তা প্রমাণ করে দিলেন পঙ্কজ। ১৯তম এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বদেশীয় ধ্রুব সিতওয়ালার মুখোমুখি হয়েছিলেন কিংবদন্তি কিউয়িস্ট পঙ্কজ আডবানী। প্রত্যাশা অনুযায়ী ধ্রুবের বিরুদ্ধে ৬-২ ব্যবধানে জয় পেয়ে শিরোপা জিতেছেন ২৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন পঙ্কজ।
প্রসঙ্গত পঙ্কজ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার ফাইনালেও ঘনিষ্ঠ বন্ধু ধ্রুবের মুখোমুখি হয়েছিলেন। এশীয় স্তরের প্রতিযোগিতার মঞ্চেও সেই একই ছবি দেখা গিয়েছে। ফলাফলও বদলায়নি।
শনিবার আয়োজিত ফাইনালে ধ্রুবের বিরুদ্ধে দারুণ শুরু করে ৩-০ লিড নিয়েছিলেন পঙ্কজ। সেই থেকেই ম্যাচে ছিল পঙ্কজের দাপট। বোঝা যাচ্ছিল যে, অলৌকিক কিছু না হলে পঙ্কজের অষ্টমবারের জন্য এশীয় চ্যাম্পিয়ন হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।
সপ্তম ফ্রেমে ধ্রুব প্রত্যাবর্তনের মরিয়া প্রয়াস চালালেও শেষরক্ষা হয়নি। ৬-২ ব্যবধানে জয় পেয়ে অষ্টমবারের জন্যে এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতেন পঙ্কজই। সদ্য সমাপ্ত প্রতিযোগিতাটিতে ব্রোঞ্জ জিতেছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন তাইল্যান্ডের প্রাপুত চৈথানাসুকান ও মায়ানমারের পাউক শা।
দুর্দান্ত জয়ের পর কিংবদন্তি কিউয়িস্ট পঙ্কজ বলেছেন, ”নিজের কেরিয়ারের অষ্টম এশিয়ান বিলিয়ার্ডস ট্রফি জিততে পেরে ভীষণ খুশি। এই জয়ের ফলে আমার বিলিয়ার্ডস শিরোপার সংখ্যা ১২তে পৌঁছে গেল। জাতীয় পর্যায়ে শিরোপা অর্জনের পর জয়ের ধারা বজায় রাখতে পারাটা তৃপ্তির। একই বছরে জাতীয় ও এশীয় স্তরে শিরোপা জয়, দুর্দান্ত অনুভূতি। আমি অতীতেও করেছি। সংক্ষিপ্ত ফরম্যাটের কারণেই এশীয় বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপটা চ্যালেঞ্জিং হয়ে ওঠে। কে জয় পাবে তা আগাম বোঝা কঠিন।" পঙ্কজ বলেছেন, "পেশাদার সার্কিটে ধ্রুব আমার ভীষণ কাছের বন্ধু। ওকে হারানোটা সহজ কাজ নয়। দেশের জন্যে আরও পদক জেতার জন্যে মরিয়া আমি। এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপের শুরুর দিকে আমার পারফরম্যান্স আরও ভালো হতে পারত।“
এবার দুর্দান্ত কিছু করব, মরসুম শুরুর আগে আত্মবিশ্বাসী কেকেআর কর্তা