হায়দরাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ইনিংসে জেতার পর দ্বিতীয় টেস্টেও সুবিধাজনক জায়গায় ভারতীয় দল। দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের ৩১১ রানের জবাবে ভারত ৪ উইকেটে ৩০৮। ক্রিজে ঋষভ পন্থ (৮৫) ও অজিঙ্কা রাহানে (৭৫)। পৃথ্বী শ ৫৩ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অধিনায়ক বিরাট কোহলি করেন ৪৫ রান। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার জোড়া উইকেট নিয়েছেন। শ্যানন গ্যাব্রিয়েল ও জোমেল ওয়ারিক্যান একটি করে উইকেট নিয়েছেন।


গতকাল দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৭ উইকেটে ২৯৫। আজ ১০৬ রান করে উমেশ যাদবের শিকার হন রস্টন চেস। ক্যারিবিয়ানদের বাকি দু’টি উইকেটও নেন উমেশ। ফলে দ্রুত গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস।

ওপেন করতে নেমে বিধ্বংসী ভঙ্গিতে ব্যাট করতে থাকেন পৃথ্বী। তাঁর দাপটে চাপে পড়ে যান ক্যারিবিয়ান বোলাররা। অপর ওপেনার লোকেশ রাহুল (৪) অবশ্য রান পাননি। তিন নম্বরে নামা চেতেশ্বর পূজারাও (১০) দ্রুত ফিরে যান। তবে বিরাট, রাহানে ও পন্থ ভারতীয় ইনিংসের হাল ধরেন। ফলে দিনের শেষে ভাল জায়গায় ভারতীয় দল।