টেস্টে এক ইনিংসে সর্বাধিক ক্যাচ, ধোনির রেকর্ড স্পর্শ করলেন ঋষভ পন্থ
Web Desk, ABP Ananda | 08 Dec 2018 07:21 PM (IST)
অ্যাডিলেড: সদ্য টেস্ট খেলা শুরু করেছেন। এরই মধ্যে ভারতীয় উইকেটকিপারদের মধ্যে এক ইনিংসে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড স্পর্শ করে ফেললেন ঋষভ পন্থ। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ২০০৯ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংসে ৬টি ক্যাচ নেন। আজ অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন সেই রেকর্ড স্পর্শ করলেন ঋষভ। বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহা চোট পাওয়ায় টেস্ট খেলার সুযোগ পান ঋষভ। এটি তাঁর ষষ্ঠ টেস্ট ম্যাচ। আজ মহম্মদ শামির বলে জোশ হ্যাজেলউডের ক্যাচ নিয়ে রেকর্ড স্পর্শ করেন এই তরুণ উইকেটকিপার। এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে তিনি উসমান খাওয়াজা, পিটার হ্যান্ডসকম্ব, টিম পেইন, মিচেল স্টার্ক ও ট্রেভিস হেডের ক্যাচ নেন।