রঞ্জি ট্রফি: বিদায়ী ম্যাচে দুরন্ত সেঞ্চুরি গৌতম গম্ভীরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Dec 2018 03:57 PM (IST)
নয়াদিল্লি: কয়েকদিন আগেই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান গৌতম গম্ভীর। তাঁর কেরিয়ারের শেষ রঞ্জি ম্যাচে দিল্লির হয়ে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ফিরোজ শাহর কোটলা স্টেডিয়ামে ১১২ রান করলেন গম্ভীর। ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক প্রথম ইনিংসে অন্ধ্রের ৩৯০ রানের জবাবে ব্যাট করতে নেমে এই দুরন্ত ইনিংস খেললেন। ১৮৫ বলে ১০ টি চারের সাহায্যে ১১২ রান করলেন তিনি। দিল্লির ওপেনার হিতেন দালাল ৫৮ রানের ইনিংস খেলেন। গতকাল দিনের শেষে ৯২ রানে অপরাজিত ছিলেন গম্ভীর। কেরিয়ারের শেষ ম্যাচেও নিজের কাঁধে দিল্লির ইনিংসের দায়িত্ব তুলে নিলেন তিনি। গম্ভীর ব্যাট করতে নামার সময় অন্ধ্রের খেলোয়াড়রারা তাঁকে গার্ড অফ অনার দেন।